এই লেখাটিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযুক্ত করা হয়েছে যা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা নিয়োগের জন্য উপযোগী, যেমন SSC, PSC, WBCS, পশ্চিমবঙ্গ পুলিশ ইত্যাদি। এই প্রশ্নগুলো প্রস্তুতির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হতে পারে এবং পরীক্ষার্থীদের সঠিক দিশা প্রদান করতে সক্ষম।




সাধারণ বিজ্ঞান
১. কোন হরমোনের
প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায়?
উ: ইস্টোজেন
২. নালীবিহীন
গ্রন্থিগুলোর মধ্যে কোনটি প্রধানতম?
উ: পিটুইটারি
৩. থাইরয়েডের
অবস্থান কোথায়?
উ: গলায়, ল্যারিংসের উপরে, দু'পাশে
৪. মানুষের
অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে?
উ: সিকামে
৫.
ক্ষুদ্রান্ত্রের বিশোষক একক কী?
উ: ভিলাস
৬. ভিটামিন K ও B কোথায় সংশ্লেষিত হয়?
উ: বৃহদন্ত্রে
৭. আমাদের দেহকোষ
রক্ত হতে গ্রহণ করে কী?
উ: অক্সিজেন ও
গ্লুকোজ
৮. উড়োজাহাজের
গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উ: ট্যাকোমিটার
৯. এনজিও
প্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরাকে কী করা?
উ: বেলুনের
সাহায্যে ফুলানো
১০. কচুশাক
বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য?
উ: লৌহ
১১. কম্পিউটার
আবিষ্কার করেন কে?
উ: হাওয়ার্ড
এইকিন
১২. কার্বুরেটর
কোন ইঞ্জিনে থাকে?
উ: পেট্রোল
ইঞ্জিনে
১৩. ক্যাসেটের ফিতার
শব্দ কীভাবে রক্ষিত থাকে?
উ: চুম্বক
ক্ষেত্র হিসাবে
১৪. ক্লোনিং
পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কী?
উ: ডলি
১৫. গ্যালিলিও কী?
উ: পৃথিবী থেকে
পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
১৬. গ্লিসারিন
কিসে দ্রবীভূত হয় না?
উ: পানিতে
১৭. চাঁদে কোন
শব্দ করলে তা শোনা যাবে না, কারণ কী?
উ: চাঁদে
বায়ুমণ্ডল নেই
১৮. জলজ উদ্ভিদ
সহজে ভাসতে পারে কেন?
উ: এদের কাণ্ডে
অনেক বায়ু কুঠুরী থাকে
১৯. জোয়ার ভাটার
তেজকটাল কখন হয়?
উ: অমাবস্যায়
২০. টুথপেস্টের
প্রধান উপাদান কী?
উ: সাবান ও
পাউডার
২১. সিলিকন চিপ
কী?
উ: ডিজিটাল ঘড়ি
বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি
২২. তামার সাথে
যে উপাদান মেশালে পিতল হয়, তার নাম কী?
উ: দস্তা (জিঙ্ক)
২৩. দিনরাত্রি
সর্বত্র সমান হয় কোথায়?
উ: নিরক্ষরেখায়
২৪. পানিতে নৌকার
বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ কী?
উ: আলোর প্রতিসরণ
২৫. পিসিকালচার
বলতে কী বুঝায়?
উ: মৎস্য চাষ
২৬. বাদুড়
কীভাবে চলাফেরা করে?
উ: সৃষ্ট শব্দের
প্রতিধ্বনি শুনে
২৭. বিশ্ব পরিবেশ
দিবস পালিত হয় কবে?
উ: প্রতিবছর ৫
জুন
২৮. বৈদ্যুতিক
বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি, তার নাম কী?
উ: টাংস্টেন
২৯. ভূমিকম্প
নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উ: সিসমোগ্রাফ
৩০. মঙ্গলগ্রহে
প্রেরিত নভোযানের নাম কী?
উ: ভাইকিং
৩১. মাছ অক্সিজেন
নেয় কোথা থেকে?
উ: জলের মধ্যে
দ্রবীভূত বাতাস হতে
৩২. মানুষের
গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর, তার নাম কী?
উ: মেলানিন
৩৩. মানুষের
স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
উ: ১৮ ইঞ্চি
(প্রায়)
৩৪. যখন সূর্য ও
পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কী হয়?
উ: সূর্য গ্রহণ
৩৫. যে ভিটামিন
ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে, তার নাম কী?
উ: ভিটামিন 'K'
৩৬. যে মসৃণ তলে
আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তার নাম কী?
উ: দর্পণ
৩৭. যে হরমোনের
অভাবে ডায়াবেটিস রোগ হয়, তার নাম কী?
উ: ইনসুলিন
৩৮. রঙ্গীন
টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয়, তার নাম কী?
উ: গামা রশ্মি
৩৯.
রেফ্রিজারেটরে কম্প্রেসরের কাজ কী?
উ: ফ্রেয়নকে
বাষ্পে পরিণত করা
৪০. শব্দের
তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উ: অডিও মিটার
৪১. সমুদ্র
পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত?
উ: ১০ নিউটন
৪২. সমুদ্রের
গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা, তার নাম কী?
উ: ফ্যাদোমিটার
৪৩.
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় কোন আলোতে?
উ: সবুজ আলোতে
৪৪. সিনেমাস্কোপ
প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয়, তার নাম কী?
উ: অবতল
৪৫. CNG-এর অর্থ কী?
উ: কমপ্রেস করা
প্রাকৃতিক গ্যাস
৪৬. অ্যাসিড
আবিষ্কার হয় কবে?
উ: ১৯৮১ সালে
৪৭. অ্যাসিড নীল
লিটমাস পেপারকে কী করে?
উ: লাল করে
৪৮. আকাশ নীল
দেখায় কেন?
উ: নীল আলোর
বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি
৪৯. আকাশে মেঘ
থাকলে গরম বেশি লাগে কেন?
উ: মেঘ
ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে
৫০. আঙ্গুরে কোন
অ্যাসিড থাকে?
উ: টারটারিক
অ্যাসিড
৫১. আধুনিক
কম্পিউটার কে আবিষ্কার করেন?
উ: চার্লস
ব্যাবেজ
৫২. আপেলে কোন
অ্যাসিড থাকে?
উ: সালিক অ্যাসিড
৫৩. আমলকিতে কোন
অ্যাসিড থাকে?
উ: অক্সালিক
অ্যাসিড
৫৪. আমিষ জাতীয়
খাদ্য কোন জারক রস পরিপাক করে?
উ: পেপসিন
৫৫. আয়নার পিছনে
কিসের প্রলেপ দেওয়া হয়?
উ: সিলভারের
৫৬. আয়োডিন
প্রকৃতিতে কিভাবে থাকে?
উ: কঠিন অবস্থায়
৫৭. আলকাতরা কী
থেকে তৈরী হয়?
উ: কয়লা
৫৮. আলোর গতির
আবিষ্কারক কে?
উ: এ মাইকেলসন
৫৯. ইউরোসিল
কোথায় থাকে?
উ: RNA তে
৬০. ইনসুলিন
কোথায় উৎপন্ন হয়?
উ: অগ্ন্যাশয়ে
৬১. ইন্টারফেরন
কী?
উ: ক্ষুদ্র
ক্ষুদ্র অনেকগুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
৬২. ইলেকট্রন কে
আবিষ্কার করেন?
উ: জন থম্পসন
৬৩. ইস্পাত
তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয়?
উ: কার্বন
৬৪. ইস্পাতে
কার্বনের শতকরা পরিমাণ কত?
উ: ০.১৫-১.৫%
৬৫. উচ্চ শ্রেণীর
প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি?
উ: মাংস
৬৬. উড পেন্সিলের
শীষ কী দিয়ে তৈরী হয়?
উ: গ্রাফাইট
৬৭. 'উড স্পিরিট' কী?
উ: মিথাইল
অ্যালকোহল
৬৮. উড়োজাহাজের
গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উ: ট্যাকোমিটার
৬৯. উদ্ভিদ
বিজ্ঞানের জনক কে?
উ: থিও ফ্রাসটাস
৭০. উদ্ভিদের
জীবন্ত জীবাশ্ম কোনটি?
উ: Cycas
৭১. উদ্ভিদের
প্রজনন অঙ্গ কোনটি?
উ: ফুল
৭২. অ্যাকোয়া
রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে?
উ: ৩:১ অনুপাতের
নাইট্রিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিড
৭৩. এটম বোমা কে
আবিষ্কার করেন?
উ: অটোহ্যান
৭৪. এন্টামিবার
সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয়?
উ: আমাশয়
৭৫.
অ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া কী?
উ: ঘামগ্রন্থি ও
দাঁতের অনুপস্থিতি
৭৬. কচু খেলে গলা
চুলকায় কিসের উপস্থিতির জন্য?
উ: ক্যালসিয়াম
অক্সালেট
৭৭. কচু শাকে কী
বেশি থাকে?
উ: লৌহ
৭৮. কঠিন পদার্থে
তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?
উ: পরিবহন
পদ্ধতিতে
৭৯. কফিতে কোন
উপাদান থাকে?
উ: ক্যাফেইন
৮০. কমলা লেবুতে
কোন অ্যাসিড পাওয়া যায়?
উ: এসকরবিক
অ্যাসিড
৮১. কম্পাঙ্ক
বাড়লে শব্দের তীক্ষ্ণতা কেমন হয়?
উ: বাড়ে
৮২. কম্পিউটার কে
আবিষ্কার করেন?
উ: হাওয়ার্ড
এইকিন
৮৩. কয়টি
পদ্ধতিতে তাপ পরিবহন হয়?
উ: ৩ টি
৮৪. কাঁদুনে
গ্যাস এর রাসায়নিক নাম কী?
উ: করপিক্রিন
৮৫. কাচ তৈরির
প্রধান কাঁচামাল কী?
উ: বালি
৮৬. ক্যান্সারের
প্রাথমিক পদক্ষেপ কোনটি?
উ: ইন্টারফেরণ
প্রয়োগ
৮৭. কুইনাইন
পাওয়া যায় কোন গাছ থেকে?
উ: সিনকোনা
৮৮. কে প্রথম
রোবট আবিষ্কার করেন?
উ: উইলিয়াম গ্রে
ওয়ালটার
৮৯. কে মেন্ডেলের
ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?
উ: বেটসন ১৯০৮
সালে
৯০. কেঁচো কিসের
সাহায্যে শ্বাসকার্য চালায়?
উ: ত্বকের
৯১. কোন অধাতু
বিদ্যুত অপরিবাহী?
উ: গ্রাফাইট
৯২. কোন এনজাইমের
দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?
উ: লাইগেজ
৯৩. কোন গ্রুপের
রক্তকে সর্বজন গ্রহীতা বলে?
উ: এবি গ্রুপকে
৯৪. কোন গ্রুপের
রক্তকে সর্বজনীন দাতা বলে?
উ: ও গ্রুপ
৯৫. কোন জন্তুর
চারটি পাকস্থলী থাকে?
উ: গরুর
৯৬. কোন জলজ
জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
উ: শুশুক
৯৭. কোন ধাতু
সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয়?
উ: তামা
৯৮. কোন মস্তিষ্ক
যেকোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে?
উ: পুরুষ
৯৯. কোন মাধ্যমে
শব্দের গতি সবচেয়ে বেশি?
উ: কঠিন মাধ্যমে
১০০. কোন মৌলিক
অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
উ: ব্রোমিন
১০১. কোন মৌলিক
ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
উ: পারদ
১০২. কোন রংয়ের
কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
উ: কালো
১০৩. কোন
স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে?
উ: প্লাটিপাস
১০৪. কোনো
পদার্থের পারমাণবিক সংখ্যা হলো?
উ: পরমাণুর
প্রোটন সংখ্যা
১০৫. কোষের কাজ
নিয়ন্ত্রণ করে কে?
উ: নিউক্লিয়াস
১০৬. ক্যালকুলাস
কে আবিষ্কার করেন?
উ: নিউটন
১০৭. ক্রোমোজোমে
কোন কোন মৌলিক পদার্থ থাকে?
উ: ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ
১০৮. ক্রোমোজোমের
প্রোটিন কয় প্রকার?
উ: ২ প্রকার: ১.
হিস্টোন ২. নন-হিস্টোন
১০৯. ক্লোন
পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী?
উ: ডলি
১১০. ক্লোনিং কত
প্রকার?
উ: ৩ প্রকার: জিন, সেল, জীব ক্লোনিং
১১১. ক্লোরিন
প্রকৃতিতে কিভাবে থাকে?
উ: গ্যাসীয়
অবস্থায়
১১২. ক্ষতস্থান
থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন?
উ: ভিটামিন-কে
১১৩. ক্ষার লাল
লিটমাস পেপারকে কী করে?
উ: নীল করে
১১৪. খাদ্য শক্তি
বেশি থাকে কোন মাছে?
উ: শুটকি মাছে
১১৫. খাবার লবণের
রাসায়নিক নাম কী?
উ: সোডিয়াম
ক্লোরাইড
১১৬. গলগন্ড রোগ
হয় কিসের অভাবে?
উ: আয়োডিনের
অভাবে
১১৭.
গ্যালভানাইজিং কী?
উ: লোহার উপর
দস্তার প্রলেপ
১১৮. গ্রীষ্মকালে
কোন ধরনের কাপড় পরিধান করা ভালো?
উ: সাদা
১১৯. চাঁদে কোনো
শব্দ করলে শোনা যায় না কেন?
উ: বাতাস নেই বলে
১২০. চাঁদের বুকে
অবতরণ করা চন্দ্রযানের নাম কী?
উ: অ্যাপোলো-১১
১২১. চাঁদের বুকে
কে প্রথম অবতরণ করে?
উ: নীল
আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন
১২২. চাঁদের বুকে
প্রথম মানুষ অবতরণ করে কবে?
উ: ২১ জুলাই, ১৯৬৯ সালে
১২৩. চায়ের
পাতায় কোন উপাদান থাকে?
উ: থিন
১২৪. চুম্বকের
আকর্ষণ সবচেয়ে বেশী কোথায়?
উ: মেরু বিন্দুতে
১২৫. জিনের
রাসায়নিক গঠন কী?
উ: ডিএনএ
১২৬. জীব RNA কোষে কয় প্রকার?
উ: ৩ প্রকার: rRNA, mRNA, tRNA
১২৭. জীব জগতের
বৈচিত্র্যের নিয়ন্ত্রক কে?
উ: জিন
১২৮. জীব দেহের
শক্তির উৎস কী?
উ: খাদ্য
১২৯. জীব
প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণী কিংবা উদ্ভিদকে কী বলে?
উ: ট্রান্সজেনিক
প্রাণী
১৩০. জীব
প্রযুক্তির উদাহরণ কোনগুলো?
উ: অনুজীব
বিজ্ঞান, টিস্যু কালচার, জিন প্রকৌশল
১৩১. জীব
বিজ্ঞানের জনক কে?
উ: এরিস্টটল
১৩২. জীব সংরক্ষণ
ও পচন নিবারণের জন্য কী ব্যবহৃত হয়?
উ: ফরমালিন
১৩৩. জীবাণু
বিদ্যার জনক কে?
উ: ভন লিউয়েন
হুক
১৩৪. জীবের বংশ
গতির একক কোনটি?
উ: জিন
১৩৫. টুথপেস্টের
প্রধান উপাদান কী?
উ: সাবান ও
পাউডার
১৩৬. টেলিভিশন কে
আবিষ্কার করেন?
উ: জন এল
বেয়ার্ড
১৩৭. টেস্টিং
সল্ট এর রাসায়নিক নাম কী?
উ: সোডিয়াম মনো
গ্লুটামেট
১৩৮. ঠোঁটের কোনা
মুখের ঘা কিসের অভাবে হয়?
উ: ভিটামিন-বি-২
১৩৯. ডায়াবেটিস
রোগ হয় কীসের অভাবে?
উ: ইনসুলিন
১৪০. ডিএনএ
টেস্টের মাধ্যমে পিতামাতা-সন্তান কত ভাগ মিল পাওয়া যায়?
উ: ৯৯.৯%
১৪১. ড্রাই আইস
বা শুষ্ক বরফ কাকে বলে?
উ: কঠিন কার্বন
ডাই অক্সাইডকে
১৪২. ত্বকের
সাহায্যে শ্বাসকার্য চালায় কে?
উ: কেঁচো
১৪৩. তরঙ্গ
দৈর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্ণতা কেমন হয়?
উ: কমে
১৪৪. তরল পদার্থে
তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?
উ: পরিচলন
পদ্ধতিতে
ভূগোল (ভারত)
১৪৫. কোন
দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে (Indian Standard
Time) নির্দেশ করেছে?
উ: ৮২.৫° পূর্ব দ্রাঘিমা
১৪৬. আয়তনের
হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত?
উ: সপ্তম
১৪৭. পক প্রণালী
কোন দুটি দেশকে পৃথক করেছে?
উ: ভারত ও
শ্রীলঙ্কা
১৪৮. ভারতের কোন
স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় (I.S.T) হিসাবে ধরা হয়?
উ: এলাহাবাদ
১৪৯. ভারতের
ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?
উ: মালদ্বীপ
১৫০. ভারতের
বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?
উ: চীন
১৫১. জনবসতির
বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?
উ: দ্বিতীয়
১৫২. ভাষার
ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছরে হয়েছিল?
উ: ১৯৫৬ সালে
১৫৩. কোন রাজ্যকে
ভাগ করে গুজরাট ও মহারাষ্ট্র এই দুটি রাজ্যের সৃষ্টি করা হয়?
উ: বোম্বাই
১৫৪. ১৯৬৬
খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ভাগ করে কোন দুটি রাজ্যের সৃষ্টি করা হয়?
উ: পাঞ্জাব ও
হরিয়ানা
১৫৫. কোন বছরে
মাদ্রাজের নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয়?
উ: ১৯৬৯ সালের ১৪
জানুয়ারী
১৫৬. কর্ণাটকের
পূর্বের নাম কী ছিল?
উ: মহীশূর
১৫৭. সিকিম কোন
বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়?
উ: ১৯৭৫ সালে
১৫৮. কত সালে
পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি
জেলায় বিভক্ত হয়েছে?
উ: ১৯৯২ সালে
১৫৯. কোন দুটি
দেশের সীমান্তে তিনবিঘা করিডোর অবস্থিত?
উ: ভারত ও
বাংলাদেশ
১৬০. ভারতের
কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে বৃহত্তম কোনটি?
উ: আন্দামান ও
নিকোবর দ্বীপপুঞ্জ
১৬১. ভারতের
কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটি?
উ: লাক্ষাদ্বীপ
১৬২. ভারতের
সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি?
উ: সিকিম
১৬৩. ভারতের
সবচেয়ে বেশী জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? [২০১১ জনগণনা অনুযায়ী।]
উ: বিহার
১৬৪. ভারতের
সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?
উ: অরুণাচল
প্রদেশ
১৬৫. ভারতের
দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?
উ: ভুটান
১৬৬. ভারতের
সহযোগিতায় কোন দেশে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে?
উ: ভুটান
১৬৭. মান্নার
উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে?
উ: শ্রীলঙ্কা
১৬৮. ভারতের
সর্বোচ্চ উঁচু পর্বতশৃঙ্গ কোনটি?
উ: গডউইন অস্টিন
১৬৯. পৃথিবীর
প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি?
উ: আরাবল্লী
১৭০. জোজিলা
গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে?
উ: শ্রীনগর ও লে
১৭১. নাথুলা পাস
কোথায় অবস্থিত?
উ: সিকিমে
১৭২. রেটাং পাস
গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উ: হিমাচলপ্রদেশ
১৭৩. যমুনা নদী
কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে?
উ: যমুনোত্রী
১৭৪. ভারতের
দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
উ: কাঞ্চনজঙ্ঘা
১৭৫.
নামচাবারওয়া কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ?
উ: হিমাদ্রি
১৭৬. ভারতের
দীর্ঘতম হিমবাহের নাম কী?
উ: সিয়াচেন
১৭৭. ভারতের
সর্বোচ্চ মালভূমির নাম কী?
উ: লাডাক
১৭৮. লোকটক হ্রদ
ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উ: মণিপুর
১৭৯. গারো
পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উ: নকরেক
১৮০. গুরু শিখর
কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ?
উ: আরাবল্লী
১৮১. ‘ভারতের
খনিজ ভাণ্ডার’ কোন অঞ্চলকে বলা হয়?
উ: ছোটনাগপুর
মালভূমি
১৮২. ধুয়াধার
জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে?
উ: নর্মদা
১৮৩. নীলগিরি
পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
উ: ডোডাবেট্টা
১৮৪. কোন অঞ্চলকে
'দক্ষিণ ভারতের
শস্যভান্ডার' বলা হয়?
উ: থাঞ্জাভুর
১৮৫. গোদাবরী ও
কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কী?
উ: কোলার
১৮৬. 'ভেম্বানাদ কয়াল' কী?
উ: একটি উপহ্রদ
১৮৭. নারকোন্ডম ও
ব্যারেন দ্বীপ দুটি কী ধরনের দ্বীপ?
উ: সবিরাম
আগ্নেয়গিরি
১৮৮. মাউন্ট
হ্যারিয়েট পর্বত কোথায় অবস্থিত?
উ: আন্দামান
দ্বীপপুঞ্জে
১৮৯. 'রণ' কাকে বলা হয়?
উ: গুজরাটের
অগভীর জলাভূমিকে
১৯০. সিন্ধু নদের
উৎপত্তিস্থল কোথায়?
উ: মানস সরোবরের
নিকটবর্তী সিন-কা-বাব নামক জলধারা
১৯১. শতদ্রু কোন
নদীর উপনদী?
উ: সিন্ধু নদের
উপনদী
১৯২. কোন স্থানে
গঙ্গা নদী সমভূমিতে অবতরণ করেছে?
উ: হরিদ্বারে
১৯৩. অলকানন্দা
নদীর উৎপত্তিস্থল কোথায়?
উ: সতোপন্থ
হিমবাহ
১৯৪. গঙ্গার সমস্ত
উপনদী ও শাখা নদীগুলির মধ্যে শ্রেষ্ঠ কোনটি?
উ: যমুনা
১৯৫. হুজ্জু
জলপ্রপাতটি কোথায় অবস্থিত?
উ: রাঁচিতে
১৯৬. ব্রহ্মপুত্র
নদের উৎপত্তিস্থল কোথায়?
উ: তিব্বতের মানস
সরোবরের নিকটবর্তী চেমায়ুং-দুং-হিমবাহ
১৯৭. দক্ষিণ
ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উ: গোদাবরী
১৯৮. কাবেরী নদীর
একটি বিখ্যাত জলপ্রপাতের নাম কী?
উ: শিবসমুদ্রম
১৯৯. পৃথিবীর
সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল মওসীনরামের নিকটবর্তী শিলং-এ বৃষ্টিপাত কম হয় কেন?
উ: এটি
বৃষ্টিচ্ছায়া অঞ্চলে অবস্থিত হওয়ার দরুন
২০০. নীচের কোন
রাজ্যে বছরে দু'বার বৃষ্টিপাত
হয়?
উ: তামিলনাড়ু
২০১. ভারতের
অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?
উ: দেরাদুনে
২০২. ভারতের
বিশাল সমভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়?
উ: পাললিক
মৃত্তিকা
২০৩. 'রেগুর' কাকে বলা হয়?
উ: কৃষ্ণ
মৃত্তিকাকে
২০৪. ভারতে জলসেচ
সবচেয়ে বেশী কিসের সাহায্যে হয়?
উ: খালের
সাহায্যে
২০৫. ভারতের
বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি?
উ: ভাকরা-নাঙ্গাল
পরিকল্পনা
২০৬. ভারতের
দীর্ঘতম বাঁধ কোনটি?
উ: হিরাকুঁদ
২০৭.
ভাকরা-নাঙ্গাল প্রকল্প কোথায় অবস্থিত?
উ: পাঞ্জাবে
২০৮. কোন নদীর
উপর ভাকরা বাঁধ দেওয়া হয়েছে?
উ: শতদ্রু
২০৯. হিরাকুঁদ
বাঁধ কোন নদীর উপর দেওয়া হয়েছে?
উ: মহানদী
২১০. নাগার্জুন
সাগর প্রকল্প কোথায় অবস্থিত?
উ: অন্ধ্রপ্রদেশে
২১১. টেহরী বাঁধ
দেওয়া হয়েছে কোন নদীর উপর এবং কোন রাজ্যে?
উ: গঙ্গা, উত্তরপ্রদেশে
২১২. ভারতের কোন
রাজ্যে কৃষিজমির সবচেয়ে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে?
উ: পাঞ্জাব
২১৩. ধান উৎপাদনে
পৃথিবীতে ভারতের স্থান কত?
উ: দ্বিতীয়
২১৪. ভারতের কোন
রাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনে শীর্ষ স্থান অধিকার করে?
উ: তামিলনাড়ু
২১৫. ভারতের
মধ্যে কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
উ: পশ্চিমবঙ্গ
২১৬. কোন জেলাকে 'পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার' বলা হয়?
উ: বর্ধমান
২১৭. সেন্ট্রাল
রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উ: কটক
২১৮. গম উৎপাদনে
ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
উ: দ্বিতীয়
২১৯. কোন রাজ্য
গম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে?
উ: উত্তরপ্রদেশ
২২০. চা উৎপাদনে
ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
উ: প্রথম
২২১. কোন রাজ্য
ভারতে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
উ: আসাম
২২২. কফি উৎপাদনে
কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে?
উ: কর্ণাটক
২২৩. পাট উৎপাদনে
ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
উ: প্রথম
২২৪. ভারতের
মধ্যে কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
উ: পশ্চিমবঙ্গ
২২৫. কার্পাস বা
তুলা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
উ: তৃতীয়
২২৬. কোন অঞ্চল
ভারতের প্রধান তুলা উৎপাদক অঞ্চল?
উ: কৃষ্ণ
মৃত্তিকা অঞ্চল
২২৭. তুলা
উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উ: মহারাষ্ট্র
২২৮. আখ উৎপাদনে
ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
উ: দ্বিতীয়
২২৯. কোন রাজ্য
আখ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে?
উ: উত্তরপ্রদেশ
২৩০. কয়লা
উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
উ: পঞ্চম
২৩১. কয়লা উৎপাদনে
ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ কোন স্থান অধিকার করে?
উ: দ্বিতীয়
২৩২. ভারতের
বৃহত্তম কয়লাখনি অঞ্চল কোনটি?
উ: ঝরিয়া
২৩৩. ভারতের
বৃহত্তম লিগনাইট খনির নাম কী?
উ: তামিলনাড়ুর
নিয়েভেলি ও আসামের নাজিয়া
২৩৪. আকরিক লৌহ
উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে?
উ: কর্ণাটক
২৩৫. বিশ্বের
বৃহত্তম লৌহখনি কোথায় অবস্থিত?
উ: বিহারের
চিরিয়াতে
২৩৬. কোন দেশে
ভারত সবচেয়ে বেশী আকরিক লৌহ রপ্তানি করে?
উ: জাপানে
২৩৭. অয়েল এন্ড
ন্যাচারাল গ্যাস কমিশন কত সালে স্থাপিত হয়?
উ: ১৯৫৫ সালে
২৩৮. ভারতের
বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি?
উ: বোম্বে হাই
২৩৯. ভারতের
প্রাচীনতম খনিজ তেল উৎপাদক রাজ্য কোনটি?
উ: আসাম
২৪০. বক্সাইট
উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে?
উ: ওড়িশা
২৪১. অভ্র
উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
উ: প্রথম
২৪২. অভ্র
উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে?
উ: বিহার
২৪৩. ম্যাঙ্গানিজ
রপ্তানিতে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
উ: প্রথম
২৪৪. ম্যাঙ্গানিজ
উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উ: মহারাষ্ট্র
২৪৫. পৃথিবীর
উচ্চতম ভঙ্গিল পর্বত কোনটি?
উ: হিমালয়
২৪৬. পৃথিবীর
উচ্চতম পর্বত শৃঙ্গ নেপালে অবস্থিত - তার নাম কী?
উ: মাউন্ট
এভারেস্ট
২৪৭. ভারতের
উচ্চতম পর্বত শৃঙ্গ তথা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি?
উ: কারাকোরাম
পর্বত এর গডউইন অস্টিন বা K2
২৪৮. K2 এর পুরো নাম কী?
উ: কিং অফ
কারাকোরাম (King of Karakoram)
২৪৯. হিমালয়ের
দ্বিতীয় ও পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি?
উ: কাঞ্চনজঙ্ঘা
২৫০. ভারতে
অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উ: কাঞ্চনজঙ্ঘা
২৫১. ভারতের
নিম্নতম স্থান কোনটি?
উ: কেরলের
কুট্রানাড়ু
২৫২. ভারত তথা
এশিয়ার দীর্ঘতম টানেল কোনটি?
উ: জওহর টানেল
২৫৩. পিরপাঞ্জাল
হিমাদ্রি হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকা কোনটি?
উ: কাশ্মীর
উপত্যকা
২৫৪. প্রাচ্যের
নন্দনকানন ভূস্বর্গ বলা হয় কোন উপত্যকাকে?
উ: কাশ্মীর
উপত্যকাকে
২৫৫. ভারতের
সর্বোচ্চ পর্বত বেষ্টিত মালভূমি কোনটি?
উ: লাদাক মালভূমি
২৫৬. শিবালিক
হিমালয়ের হিমাচল হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকা কোনটি?
উ: দুন উপত্যকা
২৫৭. ভারতের
বৃহত্তম উপত্যকা কোনটি?
উ: দেরাদুন
২৫৮. ভারতের
দীর্ঘতম হিমবাহ কোনটি?
উ: সিয়াচেন
২৫৯. কুমায়ুন
হিমালয় অঞ্চলে হিমবাহ সৃষ্ট হ্রদ কী নামে পরিচিত?
উ: তাল
২৬০. কন্নড়
ভাষায় মালনাদ শব্দের অর্থ কী?
উ: পাহাড়ি দেশ
২৬১. কন্নড়
ভাষায় ময়দান শব্দের অর্থ কী?
উ: তরঙ্গায়িত
উচ্চভূমি
২৬২. কচ্ছ শব্দের
অর্থ কী?
উ: জলময় দেশ
২৬৩. রণ শব্দের
অর্থ কী?
উ: কর্দমাক্ত ও
লবণাক্ত নিম্নভূমি
২৬৪. সমগ্র
দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উ: আনাইমুদি
২৬৫. ভারতের
দক্ষিণতম পর্বত কোনটি?
উ: পালনি
২৬৬. পশ্চিমঘাট ও
নীলগিরির পর্বতকে পৃথক করেছে কোনটি?
উ: পালঘাট
২৬৭. জাফরান
চাষের উপযুক্ত মৃত্তিকা কোনটি?
উ: কারেওয়া
মৃত্তিকা
২৬৮. পঞ্চ নদের
দেশ বলা হয় কাকে?
উ: পাঞ্জাবকে
২৬৯. ভারতের
বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি?
উ: আন্দামান ও
নিকোবর দ্বীপপুঞ্জ
২৭০. আন্দামানের
সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উ: স্যাডেল পিক
২৭১. ভারতের
প্রবাল দ্বীপ কোনটি?
উ: লাক্ষাদ্বীপ
২৭২. ভারত তথা
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উ:
গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ
২৭৩. নদী তীরবর্তী
নবীন পলিমাটিকে কী বলে?
উ: খাদার
২৭৪. পশ্চিমঘাট
পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উ: ভাবুলমালা
২৭৫. নদী থেকে
দূরবর্তী প্রাচীন পলিমাটিকে কী বলে?
উ: ভাঙ্গর
২৭৬. মালাবার
উপকূলের উপহ্রদ গুলিকে কী বলে?
উ: কয়াল
২৭৭. নীলগিরি
পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উ: দোদাবেতা
২৭৮. পূর্বঘাট
পর্বতের অপর নাম কী?
উ: মলয়াদ্রি
২৭৯. পশ্চিমঘাট
পর্বতের অপর নাম কী?
উ: সহ্যাদ্রি
২৮০.
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উ: সান্দাকফু
২৮১. মরুস্থলি
নামের অর্থ কী?
উ: মৃতের দেশ
২৮২. আরাবল্লী
পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উ: গুরুশিখর
২৮৩. ভারতের
বৃহত্তম উপহ্রদ কোনটি?
উ: চিলকা
২৮৪. ভারতের
সর্বোচ্চ লবণাক্ত জলের হ্রদ কোনটি?
উ: প্যাংগং
২৮৫. অস্থায়ী বা
চলমান বালিয়াড়িকে মরু অঞ্চলে কী বলে?
উ: প্রিয়ান
২৮৬. কচ্ছ
উপদ্বীপের উত্তরাংশের অগভীর জলাভূমিকে কী বলে?
উ: রান
২৮৭. ভারতের একটি
প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি?
উ: আরাবল্লী
২৮৮. মেঘালয়
মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উ: শিলং
২৮৯. মনিপুরের
বিখ্যাত হ্রদের নাম কী?
উ: লোকটাক হ্রদ
২৯০. ছত্রিশগড়
সমভূমির দক্ষিণাংশ কী নামে পরিচিত?
উ: দণ্ডকারণ্য
২৯১. কারাকোরাম
পর্বত শ্রেণীর পূর্বে অবস্থিত পর্বত বেষ্টিত মালভূমির নাম কী?
উ: আকসাই চীন
২৯২. পাঞ্জাব
সমভূমির প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় কী বলে?
উ: ধায়া
২৯৩. পাঞ্জাব
সমভূমির উত্তরাংশের ক্ষয়প্রাপ্ত অংশকে কী বলে?
উ: খোশ বা চোস
২৯৪. মালাবার
উপকূলের দীর্ঘতম কয়াল কোনটি?
উ: ভেম্বনাদ
২৯৫. ভারতের একটি
আগ্নেয় দ্বীপের নাম কী?
উ: ব্যারেন দ্বীপ
২৯৬. আরাবল্লী
পর্বতের পাদদেশে অবস্থিত অল্প বালুকাময় ভূমি ভাগকে কী বলে?
উ: বাগার
২৯৭. রাজস্থানের
পশ্চিম প্রান্তের বালি ও কোমল শিলা গঠিত সমভূমিকে কী বলে?
উ: হামাদা
২৯৮. রাজস্থানের
লুনি নদীর উত্তরে যে বালি গঠিত সমভূমি রয়েছে তাকে কী বলে?
উ: থালি
২৯৯. শিবালিক
হিমালয়ের পাদদেশে নুরি ও শিলা চূর্ণ দ্বারা গঠিত সমভূমির নাম কী?
উ: ভাবর
৩০০. গাঙ্গেয়
সমভূমির পশ্চিম দিকে যে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায় তাদের কী বলে?
উ: ভুর
৩০১. গাঙ্গেয়
সমভূমিকে কী বলা হয়?
উ: ভারতের
শস্যভান্ডার
৩০২. ছোটনাগপুর
মালভূমিকে কী বলা হয়?
PDF File Download |
---|
PDF Name : Important 300 GK Language : Bengali Size : 01 mb No. of Pages : 08 |