৩০০+ গুরুত্বপূর্ণ gk প্রশ্নউত্তর চাকরির পরীক্ষার জন্য ।। Download PDF

৩০০+ গুরুত্বপূর্ণ gk প্রশ্নউত্তর চাকরির পরীক্ষার জন্য ।। Download PDF

 এই লেখাটিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযুক্ত করা হয়েছে যা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা নিয়োগের জন্য উপযোগী, যেমন SSC, PSC, WBCS, পশ্চিমবঙ্গ পুলিশ ইত্যাদি। এই প্রশ্নগুলো প্রস্তুতির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হতে পারে এবং পরীক্ষার্থীদের সঠিক দিশা প্রদান করতে সক্ষম।

১. প্রশ্ন: কত খ্রিস্টাব্দে নবাব সিরাজুদ্দৌলা ফোর্ট

উইলিয়াম দুর্গ দখল করেন?

উত্তর: ২০ জুন ১৭৫৬।

২. প্রশ্ন: কোন সালে নবাব আলীবর্দী খানের মৃত্যু হয়?

উত্তর: ১৭৫৬ সালে।

৩. প্রশ্ন: পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?

উত্তর: ২৩ জুন ১৭৫৭।

৪. প্রশ্ন: নবাব সিরাজুদ্দৌলা কোন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৭৩৩ খ্রিস্টাব্দে।

৫. প্রশ্ন: নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে কোন সালে যুদ্ধ বাধে?

উত্তর: ১৭৬৪ সালে।

৬. প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর কখন হয়েছিল?

উত্তর: ১১৭৬ বাংলা, ১৭৭০ ইংরেজি সালে।

৭. প্রশ্ন: পঞ্চাশের মন্বন্তর কখন হয়েছিল?

উত্তর: ১৩৫০ বাংলা, ১৯৪৩ ইংরেজি সালে।

৮. প্রশ্ন: 'অন্ধকূপ হত্যাকাণ্ড' কখন সংগঠিত হয়েছিল?

উত্তর: ১৭৫৬ সালে।

৯. প্রশ্ন: কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় কোন সালে?

উত্তর: ১৬৯০ সালে।

১০. প্রশ্ন: বর্গী নামে কারা পরিচিতি ছিল?

উত্তর: মারাঠারা।

১১. প্রশ্ন: কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন?

উত্তর: নবাব মীর কাশিম।

১২. প্রশ্ন: ইংরেজদের সাথে মীর কাশিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল কোথায়?

উত্তর: বক্সারে।

১৩. প্রশ্ন: বক্সারের যুদ্ধ হয়েছিল কোন সালে?

উত্তর: ১৭৬৪ সালে।

১৪. প্রশ্ন: আদালতে ফরাসি ভাষার পরিবর্তে

দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক?

উত্তর: লর্ড বেন্টিঙ্ক।

১৫. প্রশ্ন: সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন

কে?

উত্তর: লর্ড বেন্টিঙ্ক।

১৬. প্রশ্ন: ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোথায় সংঘটিত হয়?

উত্তর: বঙ্গদেশের ব্যারাকপুরে।

১৭. প্রশ্ন: ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোন

সালে সংঘটিত হয়?

উত্তর: ১৮৫৭ সালের ৯ মার্চ।

১৮. প্রশ্ন: সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট ২য় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেন?

উত্তর: মায়ানমারে।

১৯. প্রশ্ন: মোঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় অবস্থিত?

উত্তর: মায়ানমারে।

২০. প্রশ্ন: উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?

উত্তর: লর্ড মাউন্ট ব্যাটেন।

২১. প্রশ্ন: ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে?

উত্তর: সুরাটে।

২২. প্রশ্ন: কে শান্তিপূর্ণ বাণিজ্যনীতি পরিত্যাগ করে বন্দর আক্রমণ করে?

উত্তর: ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।

২৩. প্রশ্ন: বাংলায় ইংরেজদের কোন কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল?

উত্তর: ফোর্ট উইলিয়াম।

২৪. প্রশ্ন: মোঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় কোন সালে?

উত্তর: ১৬৬০ সালে।

২৫. প্রশ্ন: কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: ইংরেজ কর্মচারী জন চার্নক।

২৬. প্রশ্ন: ইংরেজরা কোন সালে বাংলা আক্রমণ করে?

উত্তর: ১৬৮৬ সালে।

২৭. প্রশ্ন: ইংরেজরা কবে কলকাতা অধিকার করে?

উত্তর: ০২ জানুয়ারি ১৭৫৭।

২৮. প্রশ্ন: উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন?

উত্তর: লর্ড ক্লাইভ।

২৯. প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তণ করেন কে?

উত্তর: লর্ড ক্লাইভ।

৩০. প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালু হয়?

উত্তর: ১৭৬৭ সালে।

৩১. প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব কার ওপর ন্যাস্ত হয়?

উত্তর: নবাবের ওপর।

৩২. প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থায় রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয়?

উত্তর: লর্ড ক্লাইভ।

৩৩. প্রশ্ন: বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৩৪. প্রশ্ন: নিলাম সূত্রে কে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৩৫. প্রশ্ন: ওয়ারেন হেস্টিংস কবে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন?

উত্তর: ১৭৭২ সালে।

৩৬. প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তণ করেন কে?

উত্তর: লর্ড কর্নওয়ালিস।

৩৭. প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তণ করা হয়?

উত্তর: ১৭৯৩ সালে।

৩৮. প্রশ্ন: কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৩৯. প্রশ্ন: উপমহাদেশে সর্বপ্রথম 'রাজস্ব বোর্ডস্থাপন করেন কোন ইংরেজ শাসক?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৪০. প্রশ্ন: পাঁচশালা বন্দোবস্তের কে প্রবর্তণ করেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

41. তেভাগা আন্দোলন কবে শুরু হয়?

উঃ ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে।

42. মেগাস্থিনিসের 'ইণ্ডিকা' কোন ভাষায় লেখা?

উঃ গ্রীক ভাষায়।

43. মুঘল যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন?

উঃ উইলিয়াম হকিন্স।

44. পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন?

উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে।

45. কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়?

উঃ সমুদ্রগুপ্তকে।

46. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে?

উঃ বানভট্ট

47. বাংলায় 'স্বাধীন নবাবী' কে প্রতিষ্ঠা করেন?

উঃ মুর্শিদকুলি খাঁ।

48. ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।

49. তাজমহল কে প্রতিষ্ঠা করেন?

উঃ শাহজাহান।

50. শিবাজীর ছেলের নাম কী?

উঃ শম্ভুজী।

51. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?

উঃ লালা হরদয়াল।

52. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দে।

53. গ্রান্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেন?

উঃ শেরশাহ।

54. ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে আসেন?

উঃ কালিকট বন্দরে।

55. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?

উঃ রামমোহন রায়।

56. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উঃ লর্ড ক্যানিং।

57. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?

উঃ প্রমথনাথ মিত্র।

58. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে

অনুষ্ঠিত হয়?

উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল।

59. 'মেইন ক্যাম্ফ' গ্রন্থের রচয়িতা কে?

উঃ হিটলার।

60. মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন?

উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে।

61. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

উঃ লর্ড কর্ণওয়ালিশ (১৭৯৩ খ্রীষ্টাব্দে)।

62. কত খ্রীষ্টাব্দে আকবর জন্মগ্রহণ করেন?

উঃ ১৫৭৫ খ্রীষ্টাব্দে।

63. সিন্ধুসভ্যতার বর্তমান নাম কী?

উঃ হরপ্পা সভ্যতা।

64. খানুয়ার যুদ্ধ কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়?

উঃ ১৫২৭ খ্রীষ্টাব্দে।

65. দিল্লীর দাস বংশের অবসান কে করেন?

উঃ জালালউদ্দিন খলজী।

66. বাংলায় পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন?

উঃ দূর্জন সিং।

67. কে পাট্টা ও কবুলিয়ৎ প্রচলন করেন?

উঃ শেরশাহ।

68. মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত?

উঃ হায়দ্রাবাদ।

69. কোথায় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ

দেখতে পাওয়া যায়?

উঃ হাম্পিতে।

70. মাদুরাই কাদের রাজধানী ছিল?

উঃ পাণ্ড্যদের।

71. পলাশীর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে ঘটেছিল?

উঃ ১৭৫৭ খ্রীষ্টাব্দে।

72. মৌর্য সম্রাট বৃহদ্রথকে কে হত্যা করেন?

উঃ পুষ্যমিত্র শুঙ্গ।

73. আকালঙ্খত কোন শিখ গুরু স্থাপন করেন?

উঃ গুরু গোবিন্দ সিং।

74. কলকাতার নাম আলিনগর কে রেখেছিলেন?

উঃ সিরাজ-উদ-দৌলা।

75. নাদিরশাহ কবে ভারত আক্রমণ করেন?

উঃ ১৭৩৯ খ্রীষ্টাব্দে।

76. বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?

উঃ মীরকাশিম।

77. ওয়াহাবী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ সৈয়দ আহমেদ।

78. কত সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮০০ খ্রীষ্টাব্দে।

79. কাউন্সিল

88. হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত?

উঃ দিল্লীতে।

89. কংগ্রসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয়?

উঃ লাহোর অধিবেশনে।

90. গান্ধীজী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন কত সালে?

উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দে।

91. নিন্মলিখিত কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়?

উত্তর: ব্যাঙ্গালুরু

92. অভিজ্ঞানম শকুন্তলম্ কে রচনা করেন?

উত্তর: কালিদাস

93. মুত্র হলুদ দেখায় কেন?

Ans: বিলিরুবিনের জন্য

94. মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে?

Ans: মেলানিন

95. ধমনী শেষ হয় কোথায়?

Ans: লসিকায়

96. প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত?

Ans:৭২

97.. মানুষের করোটিতে কতটি অস্থি থাকে?

Ans: ২৪ টি

98. মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে?

Ans:ডিম্বাণু

99. খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে?

Ans: ক্ষুদ্রান্তে

100. ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে?

Ans: অস্থিতে

101. জীবন রক্ষাকারী হরমোন কোনটি?

Ans: অ্যালডোস্টেরন

102. দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য?

Ans: টেস্টোস্টেরন

103. ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে?

Ans: অ্যাড্রনালিন

104. কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয়?

Ans: প্যারা থরমোন

105. প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি?

Ans: দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা

106.. যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে?

Ans: গ্লাইকোজেন রূপে

107.. জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ?

Ans: কাবন

108. বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি?

Ans:টিস্প্যানিক পর্দা

109. আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস?

Ans: পেপসিন

110. চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি?

Ans: রেটিনা

111. থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী?

Ans: থাইরক্সিন

112.. মুত্র প্রস্তুত হয় কোথায়?

Ans: কিডনীতে

113. একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে?

Ans:১ টি

114.. শরীর থেকে বর্জ পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ?

Ans: কিডনি

115. একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে?

Ans:0.8 সেকেন্ড

116.. নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার?

Ans: ১২৫ মিটার

117. চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে?

Ans: লেকরিমাল গ্রন্থি থেকে

118.. মানব দেহে বৃহতম গ্রন্থি কোনটি?

Ans: যকৃত

120. পিত্ত রস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায়?

Ans: ডিওডেনাম

121. ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে?

Ans: ইনসুলিন

122. মানব দেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী?

Ans: হরমোন

123. অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায়?

Ans: যকৃত এ

124. সর্বভারতীয় কৃষাণসভা কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৩৬ খ্রিস্টাব্দে সর্বভারতীয় কৃষাণসভা প্রতিষ্ঠিত হয়।

125. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুই ব্রিটিশ নাগরিকের নাম লেখো।

উত্তর: বেঞ্জামিন ব্রডলি ও ফিলিপ স্ক্র্যাট।

126. রুশ বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়?

উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দে সংগঠিত হয়।

127. বোম্বাইতে "Trade Union" শ্রমিক সংস্থাটি কে গঠন করে?

উত্তর: জোসেফ ব্যাপ্তিস্তা

128. Public Safety Act কী?

উত্তর: Public Safety Act-এর অর্থ হল জন নিরাপত্তা বিল। এই বিলটি ১৯২৯ খ্রিস্টাব্দে প্রণীত হয়।

129. বেট্টি প্রথা কী?

উত্তর: বেট্টি শব্দটির অর্থ বেগার শ্রমদান।

130. ভানগার্ড পত্রিকাটি কে সম্পাদনা করেন?

উত্তর: মানবেন্দ্রনাথ রায়।

131. ই. এস. এন. নাম্বুদ্রিপাদ কে ছিলেন?

উত্তর: সারা ভারতের কৃষাণসভার অন্যতম

প্রতিষ্ঠাতা ও সাম্যবাদী বামপন্থী আন্দোলনের নেতা।

132. উত্তরপ্রদেশ বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯২০ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে।

133. একতা আন্দোলনের নেতৃত্ব কে দেন?

উত্তর: মাদারি পাসি।

134. কৃষক শ্রমিক দলের মুখপত্র কী ছিল?

উত্তর: লাঙ্গল পত্রিকা।

135. বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কখন দেখা দেয়?

উত্তর: ১৯৩০ খ্রিস্টাব্দে।

136. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?

উত্তর: ১৯৩০ খ্রিস্টাব্দে শুরু হয়।

137. কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৩৪ খ্রিস্টাব্দে

138. গান্ধিবুড়ি নামে কে পরিচিত ছিল?

উত্তর: মাতঙ্গিনী হাজরা।

139. মাষ্টারদা নামে কে পরিচিত ছিল?

উত্তর: সূর্যসেন।

140. রানি ঝাঁসি বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন?

উত্তর: লক্ষ্মী সেহগল।

141. কার্লাইল সার্কুলার কবে জারি হয়?

উত্তর: ১৯০৫ খ্রিস্টাব্দে ১০ অক্টোবর জারি হয়।

142. রশিদ আলি কে ছিলেন?

উত্তর: আজাদ হিন্দ বাহিনীর একজন সেনানায়ক।

143. পুণা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তর: ড. B. R. Ambedkar ও গান্ধিজির মধ্যে ১৯৩২ খ্রিস্টাব্দের ২৫ অক্টোবর

144. কে কবে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন?

উত্তর: শ্রী নারায়ণ গুরু ১৯১৪ খ্রিস্টাব্দে।

145. নমঃ শুদ্রদের গুরু কাকে বলা হয়?

উত্তর: শ্রী হরিচরণ ঠাকুরকে।

146. হোমরুল লিগ কে কবে প্রতিষ্ঠা করেন?

উত্তর: অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেন ১৯১৬ খ্রিস্টাব্দে।

147. ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: গান্ধিজি।

148. গদর পাটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: লালা হরদয়াল।

149. মাতঙ্গিনী হাজরা কে ছিলেন?

উত্তর: ৭৩ বছর বয়সের মেদিনীপুরের এক বৃদ্ধ বিধবা মহিলা। যিনি তমলুকের একটি থানা দখল

করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেন।

150. কে কবে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন?

উত্তর: ১৯০২ খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন।

151. ভাণ্ডার তহবিল কে গঠন করেন?

উত্তর: সরলা দেবী চৌধুরানী গঠন করেন।

152. রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়?

উত্তর: ১৯৫৬ খ্রিস্টাব্দে।

153. পুনর্গঠন আইন অনুসারে কয়টি রাজ্য গঠিত হয়?

উত্তর: ১৪টি

154. কবে জে ডি. পি কমিটি গঠিত হয়?

উত্তর: ১৯৪৮ খ্রিস্টাব্দে জে. ডি. পিকমিটি গঠিত হয়।

155. কবে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়?

উত্তর: ১৯৫২ খ্রিস্টাব্দে ১৯ ডিসেম্বর।

156. কে পৃথক অন্ত্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে অনশন করেন?

উত্তর: গান্ধিজি নেতা শ্রীরামালু।

157. মাহানওয়াজ ভুট্টো কে ছিলেন?

উত্তর: জুনাগড় রাজ্যের দেওয়ান ছিলেন।

158. অল জম্মুকাশ্মীর ন্যাশানাল কনফারেন্সের সভাপতি কে ছিলেন?

উত্তর: সেখ আবদুল্লা।

159. হায়দ্রাবাদ কবে আনুষ্ঠানিকভাবে ভারতে যোগদান করে?

উত্তর: ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি।

160. ভি. পি. মেনন কে ছিলেন?

উত্তর: স্বরাষ্ট্রসচিব।

161. কার নেতৃত্বে কবে গোয়া, দমন, দিউ দখল করা হয়?

উত্তর: ১৯৬১ খ্রিস্টাব্দের ১৮-১৯ ডিসেম্বর জেনারেল জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে।

161. লৌহ মানব কাকে বলা হত?

উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেলকে।

162. ১৯৪১ খ্রিস্টাব্দে কটি ছোটো রাজ্য ছিল?

উত্তর: ৫৬৫টি ছোটো রাজ্য ছিল।

163. সারাভারত রাজ্য জনসভা কবে গঠিত হয়?

উত্তর: ১৯২৬ খ্রিস্টাব্দে

164. রাজ্য জনসভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

উত্তর: দেওয়ান বাহাদুর এম চন্দ্র রাই।

165. কাশ্মীরের রাজা কে ছিলেন?

উত্তর: হরি সিং।

166. কবে জম্মু কাশ্মীরকে ভারতভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?

উত্তর: ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর

167. কে কবে হায়দরাবাদ দখল করেন?

উত্তর: জহরলাল নেহরু সেনাবাহিনীর সাহায্যে ১৯৪৮ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।

168. পেপসু কী?

উত্তর: পাতিয়ালা ও পূর্বপাঞ্জাব নিয়ে গড়ে উঠেছিল পেপসু।

169. ভীষ্ম সাহানির লেখা গ্রন্থটির নাম কী?

উত্তর: 'তমস'

170. 'A train to Pakistan' গ্রন্থটি কার রচনা?

উত্তর: খুশবন্ত সিং-এর।

171. প্রান্তিক মানব গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর: প্রফুল্ল চক্রবর্তী।

172. মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর - 1906 সালে

173. 'কেশরী' 'মারাঠা' পত্রিকা সম্পাদনা করেন কে?

উত্তর- বাল গঙ্গাধর তিলক

174. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উত্তর-লর্ড ক্যানিং

175. টোডরমাল কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিল?

উত্তর - ভূমি রাজস্ব ব্যবস্থা

176. মহারাজা রঞ্জিত সিং এর রাজধানী কোনটি ছিল?

উত্তর-লাহোর

177. পোলিও টিকা কে আবিস্কার করেন?

উত্তর- জোনাস সালক

178. কর্ণাটকের শ্রাবণবেলগোলায় কোন জৈন সাধকের একটি বিশাল মূর্তি রয়েছে?

উত্তর - গোমতেশ্বর

179. পঞ্চায়েত সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত হওয়া উচিত?

উত্তর - 21 বছর

180. পৃথিবীর কোন নদীতে পানির পরিমাণ সবচেয়ে বেশি?

উত্তর-অ্যামাজন

181. জুন-সেপ্টেম্বর মাসে উৎপন্ন ফসলকে কী বলা হয়?

উত্তর - খরিফ

182. চণ্ডীগড়ের বিখ্যাত 'রক গার্ডেন' কে নির্মাণ করেন?

উত্তর- নেকচাঁদ

183. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর - ওয়াশিংটন ডি.সি.

184. বিশ্বের বৃহত্তম স্বাদু পানির হ্রদ কোনটি?

উত্তর- লেক সুপিরিয়র

185. যোগেশ্বর দত্ত এবং সুশীল কুমার কোন খেলার সাথে সম্পর্কিত?

উত্তর-কুস্তি

186. প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর-লর্ড ক্যানিং

187. স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলির একীকরণের জন্য কে দায়ী ছিল?

উত্তর - সর্দার বল্লভভাই প্যাটেল

188. 'ফ্রন্টিয়ার গান্ধী' নামে কে পরিচিত ছিলেন?

উত্তর - খান আব্দুল গাফফার খান

189. 'কুকা আন্দোলন' কে শুরু করেন?

উত্তর - গুরু রাম সিং

190. 1815 খ্রিস্টাব্দে কলকাতায় 'আত্মিয়া সভা' কে প্রতিষ্ঠা করেন?

উত্তর- রাজা রামমোহন রায়

191. শিবাজীর মন্ত্রিসভার নাম কি ছিল?

উত্তর - অষ্টপ্রধান

192. পাল স্থাপত্যরীতির শ্রেষ্ঠ নিদর্শন কি?

উত্তরঃ-বিক্রমশীলা মহাবিহার।

193. পাল ও সেন যুগে বাংলার বিখ্যাত বন্দর কি ছিল?

উত্তরঃ- তাম্রলিপ্ত।

194. কৌলিন্য প্রথা কে প্রচলন করেন?

উত্তরঃ-বল্লাল সেন।

195. মিতক্ষরা নামক হিন্দু আইন শাস্ত্রের রচয়িতা কে?

উত্তরঃ-বিজ্ঞানেশ্বর।

196. প্রথম কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক এর নাম কি?

উত্তরঃ- চরক।

197. গুপ্তযুগের একজন বিখ্যাত চিকিৎসা

বিজ্ঞানীর নাম কি?

উত্তরঃ- ধন্বন্তরী।

198. আরব সাগরের রানি বলা হয়-

উত্তরঃ- কোচি শহরকে।

199. রাষ্ট্র সংঘের প্রথম মহাসচিব ছিলেন-

উত্তরঃ- ট্রিকভি লি।

200. 'বিশ্ব হিন্দু দিবস' পালিত হয়-

উত্তরঃ- ১০ ই জানুয়ারি।

201. 'উদ্যান নগরী' বলা হয়-

উত্তরঃ- ব্যাঙ্গালুরুকে

202. নাগিন হ্রদ অবস্থিত-

উত্তরঃ- শ্রীনগর রাজ্যে।

203. ফিরোজাবাদ বিখ্যাত -

উত্তরঃ- কাঁচের চুরির জন্য।

204. ভারতের ধান গবেষণাগার অবস্থিত-

উত্তরঃ- কটকে।

205. ভারতের 'দ্বিতীয় রাজধানী' বলে পরিচিত-

উত্তরঃ- দেরাদুন শহর।

206. পিঙ্গল বিপ্লব যুক্ত -

উত্তরঃ- চামড়ার সঙ্গে।

207. পেরুর রাজধানীর নাম -

উত্তরঃ- লিমা।

208. আহার নদী অবস্থিত-

উত্তরঃ- রাজস্থান রাজ্যে।

209. সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত -

উত্তরঃ- জম্মু ও কাশ্মীর রাজ্যে।

210. ন্যাশনাল প্ল্যানিং কমিটি প্রথম গঠিত হয়-

উত্তরঃ- ১৯৩৮ সালে।

211. রাষ্ট্রপতি রাজ্যের গভর্নর নিযুক্ত করেন-

উত্তরঃ- প্রধানমন্ত্রীর পরামর্শে।

212. বহুতল বিশিষ্ট গুহা-

উত্তরঃ- গ্যালারি গুহা নামে পরিচিত।

213. সমুদ্রে জলরাশির উলম্ব সঞ্চালনকে বলে-

উত্তর:- সমুদ্রতরঙ্গ।

214. পি এন ঠাকুর -

উত্তরঃ- রাসবিহারী বসুর ছদ্মনাম।

215. আমির খসরু কার সভাকবি ছিলেন?

ANS: আলাউদ্দিন খলজি

216. বিক্রমশীলা মহাবিহার কে স্থাপন করেছিলেন

ANS: ধর্মপাল

217. বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

ANS: আলাউদ্দিন বাহমান শাহ

218. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন

ANS: সেলুকাস কে

219. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

ANS: মীরকাশিম

220. সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন?

ANS: সাঁওতাল বিদ্রোহের সাথে

221. একজন চরমপন্থী নেতার নাম বলো?

ANS: বিপিনচন্দ্র পাল

222. রাওলাট আইন কোন সালে পাশ হয়?

ANS: 1919 সালে

223. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?

ANS: সরোজিনী নাইডু

224. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন?

ANS: ডিরোজিও

225. 1913 সালে আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?

ANS: লালা হরদয়াল

226. সীমান্ত গান্ধী কাকে বলা হয়?

ANS: আব্দুল গফফর খান

227. ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1913 সাল নাগাদ কে করেছিলেন

ANS: রাসবিহারী বসু

228. ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন?

ANS: গুরুসদয় দত্ত

229. আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজীর হাতে কে তুলে দিয়েছিলেন?

ANS: রাসবিহারী বসু

230. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল?

ANS: 1929 লাহোর অধিবেশনে

231. শূলপাণি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন?

ANS: সেন যুগের

232. পলাশী যুদ্ধে 1757 খ্রিস্টাব্দে কে সিরাজ-উদ- দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না?

ANS: মোহন লাল

233, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

ANS: লর্ড মাউন্টব্যাটেন

234. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?

ANS: চক্রবর্তী রাজা গোপালাচারী

235. ভারতে সিভিল সার্ভিস এর প্রবর্তন কে

করেছিলেন?

ANS: লর্ড কর্ণওয়ালিস

236. ভারতের সিভিল সার্ভিস এর জনক কাকে বলা হয়?

ANS: লর্ড কর্ণওয়ালিস

237. দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন?

ANS: চন্দ্রশেখর আজাদ

238. চট্টগ্রাম পাহাড় তলিতে সাহেবদের আক্রমনের নেতা কে ছিলেন?

ANS: প্রীতি লতা ওয়েদ্দার

239. কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল?

ANS: 1929 লাহোর অধিবেশনে

240. গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন?

ANS: গুরু অঙ্গদ

241. 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল?

ANS: বাংলায়

242. কোন গভর্নর জেনারেলর সময় প্রথম ইঙ্গ- ব্রহ্ম যুদ্ধের সূচনা হয়?

ANS: লর্ড আমহার্স্ট

243. কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত

হয়?

ANS: 1857 খ্রিস্টাব্দে

244. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন?

ANS: হরিসেন

245. শকাব্দ কে প্রচলন করেছিলেন?

ANS: কণিষ্ক

246. কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন?

ANS: হরিশ মুখার্জি

247. একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন?

ANS: বিনয় বসু

248. তরাইনের যুদ্ধ মহম্মদ ঘোড়ী আর কার মধ্যে হয়েছিল?

ANS: পৃথ্বীরাজ চৌহান

249. মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন?

ANS: লর্ড লিটন

250. বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন?

ANS: অশ্বিনীকুমার দত্ত

251. চিরস্থায়ী ব্যবস্থা কী?

ANS: জমিদারি ব্যবস্থা

252. কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়?

ANS: 260/61 খ্রীঃপূঃ

253. পানিপথের প্রথম যুদ্ধ?

ANS: 1526 খ্রীঃ ইব্রাহীম লোদীও বাবর

254. সিপাহী বিদ্রোহ কত সালে হয়?

ANS: 1857

255. প্রাচীনতম বেদের নাম কী?

ANS: ঋকবেদ

256. জাদুবিদ্যা কোন বেদের বিষয়বস্তু?

ANS: অথর্ববেদ

257. জৈনধর্মে 'তীর্থঙ্কর' কথাটির অর্থ কী?

ANS: দিব্যজ্ঞান লাভ

258. মুঘলরাজসভায় হীরে খচিত সিংহাসনটিরকোহিনুর' নামকরন কে করেন?

ANS: শাহাজাহান

259. নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন?

ANS: হেনরিলুই ভিভিয়ান ডিরে জিও

260. আইহোল প্রস্তুতি কার রচনা?

ANS: রবিকৃতী (দ্বিতীয় পুলকেশী)

261. হুমায়ুননামা কার রচনা?

ANS: গুলবদন বেগম

262. হরপ্পা কোথায় অবস্থিত?

ANS: পাঞ্জাবের মন্টেগোমারী

263. মহেঞ্জোদারো কোথায় অবস্থিত?

ANS: সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়

264. মহেঞ্জোদারো কথার অর্থ কী?

ANS: মৃতের স্তুপ

265. বিশ্বের প্রাচীনতম প্রতাশ্রয়?

ANS: লোথাল

266. হরপ্পা সভ্যতায প্রধান দেবতা?

ANS: পশুপতি শিব

267. বেদ কথার অর্থ কী?

ANS: জ্ঞান

268. কোন বেদে গায়ত্রী মন্ত্র আছে?

ANS: ঋকবেদ

269. কোন বেদে আমরা যাগযজ্ঞের ক্রিয়াকলাপ সম্পর্কে জানতে পারি?

ANS: যজুর্বেদ

270. ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উৎস?

ANS: সামবেদ

271. কোন বেদকে যাদু বিদ্যার বই বলা হয়?

ANS: অথর্ববেদ

272. মহাভারত কে রচনা করে?

ANS: বেদব্যাস

273. জৈনধর্ম গ্রন্থ কোন ভাষায় লেখা?

ANS: অর্ধমাগধী বা প্রাকৃত

274. মহাবীর কোথায় দেহত্যাগ করে- পাবাপুরী

275. বৈদ্ধধর্মগ্রন্থকোন ভাষায় লেখা পালি

276. প্রথম বৈদ্ধমহাসম্মেলনকোথায় হয়- রাজগীর

277. তৃতীয় বৈদ্ধমহাসম্মেলনকোথায় অনুষ্ঠিত হয়-

পাটলিপুত্র

278. শকাব্দ কবে শুরু হয়-78 খ্রিষ্টাব্দে

279. মহাভারতের মূল নাম কী- জয়সংহিতা

280. সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে?- আর্যভট্ট

281. কাকে আয়ুর্বেদের জনক বলা হয়- চরক

282. বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজা কে- গোপাল

283. বিক্রমশীলা মহাবিহার কে স্থাপন করেন- ধর্মপাল

284. গীতগোবিন্দ কার রচনা-জয়দেব

285. ভারতে দাস বংশের প্রতিষ্টাতা কুতুবউদ্দিন আইবক

286. শিখ কথার অর্থ কী-শিষ্য

287. ভারতের তোতাপাখী কাকে বলা হয় - আমির খসরু

288. শেরশাহের সমাধি কোথায় আছে- সাসারাম

289. জিন্দাপীর কাকে বলা হয় ঔরঙ্গজেব

290. ছিয়াত্তরের মন্বন্তর কোন সালে হয়েছিল-1770

291. ভারতের প্রথম ভাইসরয় কে- লর্ড ক্যানিং

292. কে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি- উমেশচন্দ্র ব্যানার্জি

293. ভারতের প্রথম প্রধান মন্ত্রী- জওহরলাল নেহেরু

294. কত সালে ফরাসী বিপ্লব হয়- 1789

295. লিউকোমিয়া রোগের কারণ কি?

উ: রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া

296. দেহের শক্তির প্রধান মাধ্যম কি?

উ: শ্বসন

297. দেহে মেলানিনের প্রধান কাজ কি?

উ: সূর্য রক্ষ্মীর ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা

298. কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায়?

উ: অগ্নাশয়

299. অক্ষি গোলকের প্রাচীরের নাম কি?

উ: রেটিনা

300. রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বুঝা যায়?

উ: ডায়াবেটিস

PDF File Download
PDF Name : Important 300 GK
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 08

📢Join Now - Our Telegram Group