এই লেখাটিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযুক্ত করা হয়েছে যা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা নিয়োগের জন্য উপযোগী, যেমন SSC, PSC, WBCS, পশ্চিমবঙ্গ পুলিশ ইত্যাদি। এই প্রশ্নগুলো প্রস্তুতির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হতে পারে এবং পরীক্ষার্থীদের সঠিক দিশা প্রদান করতে সক্ষম।




ভূগোল (ভারত)
১. গাঙ্গেয় সমভূমিকে কী বলা হয়?
উ: ভারতের শস্যভান্ডার
২. ছোটনাগপুর মালভূমিকে কী বলা হয়?
উ: ভারতের খনিজ ভান্ডার
৩. মালাবার উপকূলের বালিয়াড়ি গুলিকে স্থানীয় ভাষায় কী বলে?
উ: টেরিস বা থেরিস
৪. গঙ্গার ব-দ্বীপের মৃতপ্রায় অংশকে কী বলে?
উ: বাগরি
৫. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লাভা মালভূমি কোনটি?
উ: ডেকান ট্র্যাপ মালভূমি
সাধারণ বিজ্ঞান
৬. সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত?
উ: ৩৬.৯ ডিগ্রী
৭. স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত?
উ: ১৫ পাউন্ড
৮. সিস্টোলিক চাপ বলতে কী বোঝায়?
উ: হৃদপিণ্ডের সংকোচন চাপ
৯. ডায়াস্টোলিক চাপ বলতে কী বোঝায়?
উ: হৃদপিণ্ডের প্রসারণ
১০. রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায়?
উ: লোহিত রক্তকণিকায়
১১. রক্তের লোহিত রক্ত কণিকা কোথায় তৈরী হয়?
উ: অস্থিমজ্জায়
১২. মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো?
উ: ৩৩ টি
১৩. মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা কতো?
উ: ২০ টি
১৪. রক্ত কতো প্রকার?
উ: ৩ প্রকার (লোহিত, শ্বেত, অণুচক্রিকা)
১৫. হিমোগ্লোবিনের কাজ কী?
উ: অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা
১৬. পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে?
উ: অক্সিজেন বাহী রক্ত
১৭. মানব দেহের হৃদপিণ্ড কতো প্রকোষ্ঠ বিশিষ্ট?
উ: চার প্রকোষ্ঠ বিশিষ্ট
১৮. লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন?
উ: ১২০ দিন (প্রশ্নে ৫-৬ দিন দেওয়া ছিল, যা ভুল)
১৯. অনুচক্রিকার গড় আয়ু কতো দিন?
উ: ৫-১০ দিন (প্রশ্নে ১০ দিন দেওয়া ছিল)
২০. রক্তশূন্যতা বলতে কী বোঝায়?
উ: রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া
২১. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?
উ: ল্যান্ডস্টেইনার
২২. বিলিরুবিন কোথায় তৈরী হয়?
উ: যকৃত
২৩. বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে?
উ: ডায়াফ্রাম
২৪. কিডনীর কার্যকরী একক কী?
উ: নেফ্রন
২৫. মূত্রের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী পদার্থের নাম কী?
উ: অ্যামোনিয়া
২৬. মূত্র হলুদ দেখায় কেন?
উ: বিলিরুবিনের জন্য
২৭. অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিণত হয় কোথায়?
উ: যকৃত এ
২৮. মানব দেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী?
উ: হরমোন
২৯. ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে?
উ: ইনসুলিন
৩০. পিত্ত রস অগ্ন্যাশয় রসের সাথে মিলিত হয় কোথায়?
উ: ডিওডেনাম
৩১. মানব দেহে বৃহত্তম গ্রন্থি কোনটি?
উ: যকৃত
৩২. চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে?
উ: ল্যাক্রিমাল গ্রন্থি থেকে
৩৩. নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার?
উ: ১২৫ মিটার
৩৪. একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে?
উ: ০.৮ সেকেন্ড (প্রশ্নে ০.৪ সেকেন্ড দেওয়া ছিল, যা ভুল)
৩৫. শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ?
উ: কিডনি
৩৬. একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উৎপাদন করে?
উ: ১ টি
৩৭. মূত্র প্রস্তুত হয় কোথায়?
উ: কিডনীতে
৩৮. থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রাণরসের নাম কী?
উ: থাইরক্সিন
৩৯. চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি?
উ: রেটিনা
৪০. আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস?
উ: পেপসিন
৪১. বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোগস্থলের পর্দাটির নাম কি?
উ: টিম্প্যানিক পর্দা
৪২. জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ?
উ: কার্বন
৪৩. যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে?
উ: গ্লাইকোজেন রূপে
৪৪. প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি?
উ: দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা
৪৫. কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনি শুরু হয়?
উ: প্যারা থরমোন
৪৬. ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে?
উ: অ্যাড্রেনালিন
৪৭. দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য?
উ: টেস্টোস্টেরন
৪৮. জীবন রক্ষাকারী হরমোন কোনটি?
উ: অ্যালডোস্টেরন
৪৯. ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে?
উ: অস্থিতে
৫০. খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পৌষ্টিক নালীর কোন অংশে?
উ: ক্ষুদ্রান্তে
৫১. মহিলাদের পরিণত জনন কোষকে কি বলে?
উ: ডিম্বাণু
৫২. মানুষের করোটিতে কতটি অস্থি থাকে?
উ: ৮ টি (প্রশ্নে ২৪ টি দেওয়া ছিল, যা করোটির অস্থি নয়)
৫৩. প্রতি মিনিটে হৃদপিণ্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত?
উ: ৭২
৫৪. ধমনী শেষ হয় কোথায়?
উ: ধমনিকা ও তারপর কৈশিক জালিকা (প্রশ্নে লসিকায় দেওয়া ছিল, যা ভুল)
৫৫. মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে?
উ: মেলানিন
৫৬. মস্তিষ্কে প্রতি মিনিটে কী পরিমাণ রক্ত সরবরাহ হয়?
উ: ৭৫০ মি.লি. (প্রশ্নে ৩৫০ মি.লি. দেওয়া ছিল, যা ভুল)
৫৭. পরিপাক তন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কি?
উ: পাকস্থলী
৫৮. কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী?
উ: বিলিরুবিন
৫৯. নিউরন কি?
উ: স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে
৬০. কোন সন্ধিতে সবচেয়ে বেশী Movement হয়?
উ: সাইনোভিয়াল সন্ধি
৬১. মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি?
উ: স্টেপিস (কানের অস্থি)
৬২. রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস?
উ: পিত্তরস
৬৩. কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়?
উ: গ্লুকাগন
৬৪. একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কতবার শ্বাস নেয়?
উ: ১২-১৮ বার
৬৫. মানব দেহের রক্ত সঞ্চালন চক্র আবিষ্কার করেন কে?
উ: উইলিয়াম হার্ভে
৬৬. কোন অ্যাসিড মানব দেহে অপেক্ষাকৃত বেশি পরিমাণে আছে?
উ: HCl (হাইড্রোক্লোরিক অ্যাসিড)
৬৭. লম্বা হওয়ার জন্য কোন হormone দায়ী?
উ: গ্রোথ হরমোন
৬৮. জরায়ু সংকোচন সহায়তা করে কোন হরমোন?
উ: অক্সিটোসিন
৬৯. কচিপাতার রং হালকা হয়ে যায় কিসের অভাবে?
উ: Fe (আয়রন)
৭০. প্রাণীদেহে টিস্যু কত প্রকার?
উ: ৪ প্রকার
৭১. রক্তে রক্তকণিকা কত ভাগ?
উ: ৪৫%
৭২. স্পিরুলিনা কি?
উ: শৈবাল
৭৩. পরিবহন টিস্যু নেই কোনটির?
উ: ছত্রাক
৭৪. বায়ুর মাধ্যমে পরাগায়ন হয় না কোনটির?
উ: শিম
৭৫. জ্যান্থফিল কোন রঙের জন্য দায়ী?
উ: হলুদ
৭৬. সালোকসংশ্লেষণের মাধ্যমে কোনটি খাবার তৈরি করে?
উ: ক্লোরোপ্লাস্ট
৭৭. জীনতত্ত্বের জনক বলা হয় কাকে?
উ: মেন্ডেল
৭৮. সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় কোন উদ্ভিদে?
উ: ফার্ন
৭৯. বংশ গতির ধারক ও বাহক কি?
উ: ক্রোমোজোম
৮০. ক্লোন কিভাবে করা হয়?
উ: অযৌন প্রজনন প্রক্রিয়ায়
৮১. RNA এর নাইট্রোজেন বেস কতটি?
উ: ৪টি
৮২. মানুষের করোটিক স্নায়ু কত জোড়া?
উ: ১২ জোড়া
৮৩. পাকস্থলীতে কোন অ্যাসিড পাওয়া যায়?
উ: HCl (হাইড্রোক্লোরিক অ্যাসিড)
৮৪. পিত্তরস জমা থাকে পিত্তথলিতে কিন্তু তৈরি হয় কোথায়?
উ: যকৃতে
৮৫. শর্করা বা কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় কোথায়?
উ: মুখে
৮৬. চোখের পানি নির্গত হয় কোন গ্রন্থি থেকে?
উ: ল্যাক্রিমাল গ্রন্থি
৮৭. সালোকসংশ্লেষণের যন্ত্রপাতি বলা হয় কাকে?
উ: ক্লোরোপ্লাস্ট
৮৮. ভাইরাস অর্থ কী?
উ: বিষ
৮৯. অ্যামাইনো অ্যাসিড থাকে কিসের প্রাচীরে?
উ: ব্যাকটেরিয়া
৯০. রাইজয়েড থাকে কোন উদ্ভিদের?
উ: মস
৯১. জলে কিসমিস রাখলে তা ফুলে যায় কোন প্রক্রিয়ায়?
উ: অভিস্রবণ
৯২. মুক্ত শক্তির বাহক কোনটি?
উ: ATP (অ্যাডেনোসিন ট্রাইফসফেট)
৯৩. সালোকসংশ্লেষণ হয় পাতার কোথায়?
উ: মেসোফিল টিস্যুতে
৯৪. মূলহীন উদ্ভিদকে কি বলে?
উ: ঝাঁঝি
৯৫. ভার্নালাইজেশনের মাধ্যমে ফুল ফোটে কেমন সময়ে?
উ: অল্প সময়ে
৯৬. সবচেয়ে বড় মুকুল কোনটি?
উ: বাঁধাকপি
৯৭. অ্যামিবা কোন পর্বের প্রাণী?
উ: প্রোটোজোয়া
৯৮. দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন কে?
উ: ক্যারোলাস লিনিয়াস
৯৯. পেশি কলা কয় ধরণের?
উ: ৩ ধরণের (ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃৎপেশি)
১০০. সর্বজনীন রক্ত গ্রহীতা কোন গ্রুপ?
উ: AB
১০১. খারাপ কোলেস্টেরল বলা হয় কোনটিকে?
উ: LDL (Low-density lipoprotein) (প্রশ্নে HDL দেওয়া ছিল, যা ভালো কোলেস্টেরল)
১০২. স্নায়ুতন্ত্র প্রধানত কয় প্রকার?
উ: ২ প্রকার (কেন্দ্রীয় ও প্রান্তীয়)
১০৩. শ্বেত রক্তকণিকাকে কী বলা হয়?
উ: রক্তের প্রহরী
১০৪. পাতার যে কোষে সালোকসংশ্লেষণ ঘটে, তার নাম কী?
উ: প্যারেনকাইমা
১০৫. অক্সিজেনের অনুপস্থিতি থাকে কোন শ্বসনে?
উ: অবাত শ্বসন
১০৬. শস্যের ১ম কোষটি কি?
উ: ট্রিপ্লয়েড
১০৭. অন্ধকারে অঙ্কুরিত হয় কোন ফুল?
উ: গাঁদাফুল (এই তথ্যটি ভুল, গাঁদাফুল আলোর অভাবে সঠিকভাবে অঙ্কুরিত হয় না)
১০৮. দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি?
উ: Copsychus saularis
১০৯. লোহিত কণার আয়ুকাল কত দিন?
উ: ১২০ দিন
১১০. নাড়ীর স্বাভাবিক স্পন্দন?
উ: ৭২/মিনিট
১১১. লিপিড কোথায় দ্রবণীয়?
উ: জলে (আসলে চর্বিদ্রবণীয় দ্রাবকে, জলে অদ্রবণীয়)
১১২. মানব দেহের সবচেয়ে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি?
উ: সোডিয়াম
১১৩. দাঁতের ক্ষয় রোধ করে-
উ: ফ্লোরাইড (প্রশ্নে ক্লোরাইড দেওয়া ছিল)
১১৪. পাতার সাহায্যে প্রজনন হয় কোন উদ্ভিদের?
উ: পাথরকুচি
১১৫. সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে কী বলে?
উ: ইউক্যারিওটিক কোষ (প্রশ্নে সাইটোপ্লাজম দেওয়া ছিল, যা কোষের অংশ)
১১৬. কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?
উ: নিউক্লিয়াস
১১৭. উদ্ভিদের বৃদ্ধি কোথায় সবচেয়ে বেশি ঘটে?
উ: মূলে ও কাণ্ডের অগ্রভাগে
১১৮. যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
উ: প্যাথোজেনিক
১১৯. ডিএনএ অণুর দ্বি-হ্যালিক্স কাঠামোর জনক কে?
উ: ওয়াটসন ও ক্রিক
১২০. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
উ: আমিষ
১২১. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
উ: উট
১২২. আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
উ: ৩ প্রকার
১২৩. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
উ: বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি (হৃদপেশি)
১২৪. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
উ: অক্সিজেন পরিবহন করা
১২৫. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস -
উ: শ্বসন
১২৬. Photosynthesis takes place in -
উ: Green parts of the plants
১২৭. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী খাদ্য উপাদান গ্রহণ করে?
উ: নাইট্রোজেন
১২৮. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল-
উ: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় (এটি সরাসরি সঠিক নয়, ডায়াবেটিস একটি জটিল রোগ যার অনেক কারণ আছে)
১২৯. Dengue fever is spread by-
উ: Aedes aegypti mosquito
১৩০. সুষম খাদ্যের উপাদান কয়টি?
উ: ৬ টি
১৩১. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
উ: অগ্ন্যাশয় হতে
১৩২. হাড় ও দাঁতকে মজবুত করে-
উ: ক্যালসিয়াম ও ফসফরাস
১৩৩. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল-
উ: গ্লাইকোজেন
১৩৪. প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
উ: জেনেটিক্স (আসলে বিবর্তন বা ইভোলিউশন, জেনেটিক্স বংশগতি নিয়ে কাজ করে)
১৩৫. কোন খাদ্যে প্রোটিন বেশি?
উ: মসুর ডাল
১৩৬. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
উ: খেসারী
১৩৭. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
উ: জল সেচ
১৩৮. জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়-
উ: শুশুক
১৩৯. যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
উ: প্যাথোজেনিক
১৪০. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
উ: স্নায়ুতন্ত্রের
১৪১. ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
উ: নিউমোনিয়া (নিউমোনিয়া ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক দ্বারা হতে পারে, তবে প্রশ্নে ‘নয়’ বলা হয়েছে বলে এটি সঠিক নয়)
১৪২. প্রাণী জগতের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
উ: ইভোলিউশন
১৪৩. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
উ: ট্রিপসিন
১৪৪. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
উ: প্লিহাতে
১৪৫. কোনটি অ্যান্টিবায়োটিক?
উ: পেনিসিলিন
১৪৬. জন্ডিসে আক্রান্ত হয়-
উ: যকৃত
১৪৭. সবচেয়ে বড় ভাইরাস কোনটি?
উ: গো-বসন্তের ভাইরাস
১৪৮. কোনো পরিবহন তন্ত্র নেই কোনটির?
উ: ছত্রাকের
১৪৯. ঝিনুকের রক্তে কি নেই?
উ: হিমোগ্লোবিন
১৫০. গলদা চিংড়ি কোন পর্বের প্রাণী?
উ: আর্থ্রোপোডা
১৫১. মুক্তায় কত ভাগ CaCO₃ থাকে?
উ: ৮৮-৯০ ভাগ
১৫২. চিংড়ির চাষকে কি বলে?
উ: Prawn culture (বা Aquafarming)
১৫৩. ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি?
উ: গ্রীষ্মকাল
১৫৪. "আমা" শব্দের অর্থ কি?
উ: সাগর কন্যা (বা পার্ল মাদার)
১৫৫. মাছ চাষের জন্য উপকারী জল কোনটি?
উ: ক্ষার ধর্মী জল
১৫৬. মাছের প্রাকৃতিক খাবার হল-
উ: প্লাংটন
১৫৭. ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে কি বলে?
উ: জুয়োপ্ল্যাংকটন
১৫৮. ব্ল্যাক টাইগার বলা হয় -
উ: বাগদা চিংড়ি
১৫৯. প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম?
উ: ২১ গ্রাম (এটি একটি নির্দিষ্ট গড় সংখ্যা, যা বিভিন্ন উৎস অনুসারে ভিন্ন হতে পারে)
১৬০. জীবদেহের কাজের একক কি?
উ: কোষ
১৬১. সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?
উ: রবার্ট হুক
১৬২. টিস্যুর গঠনগত একক কি?
উ: কোষ
১৬৩. মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি?
উ: ৪৬ টি
১৬৪. কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়?
উ: ১৯৭২ সালে
১৬৫. প্রাণীজগতের জীববৈচিত্র্যকে কি বলে?
উ: প্রাণীবৈচিত্র্য (বা বায়োডাইভার্সিটি)
১৬৬. Fauna বলতে কি বুঝায়?
উ: প্রাণিকূল
১৬৭. ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি?
উ: কাইটিন
১৬৮. DNA কোথায় থাকে?
উ: নিউক্লিয়াসে
১৬৯. কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়?
উ: ছোলা (ছোলা একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ)
১৭০. সবচাইতে দ্রুতগামী পাখি কোনটি?
উ: সুইফট বার্ড (Swift Bird)
১৭১. বানরের হাত আছে কয়টি?
উ: হাত নেই (বানরের সম্মুখপদ আছে, যা হাতের মতো কাজ করে)
১৭২. কলকাসুন্দা কি?
উ: উপগুল্ম
১৭৩. রক্তকোষের উপাদান নয় কোনটি?
উ: হিমোগ্লোবিন (হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার একটি উপাদান, রক্তকোষ নয়)
১৭৪. হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস?
উ: SARS (Severe Acute Respiratory Syndrome) এর একটি স্ট্রেন
১৭৫. টায়ালিন কি পরিপাক করে?
উ: শর্করা
১৭৬. বিলিরুবিন কোথায় থাকে?
উ: প্লীহায় (এটি যকৃতে তৈরি হয় এবং প্লীহা, পিত্ত এবং রক্তে পাওয়া যায়)
১৭৭. মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি?
উ: ৩৩ টি
১৭৮. পেশিগুলো হাড়ের সাথে কিসের সাহায্যে লেগে থাকে?
উ: টেন্ডন (প্রশ্নে লিগামেন্ট দেওয়া ছিল, লিগামেন্ট হাড়ের সাথে হাড়কে যুক্ত করে)
১৭৯. এইডস কোন ভাইরাসের জন্য হয়?
উ: HIV (Human Immunodeficiency Virus)
১৮০. পিত্তপাথর গলাতে ব্যবহার করা হয়?
উ: রেডিও আইসোটোপ (পিত্তপাথর গলাতে সাধারণত ঔষধ বা অস্ত্রোপচার ব্যবহার করা হয়, রেডিও আইসোটোপ এর প্রধান ব্যবহার নয়)
১৮১. দ্বিবর্ষজীবী উদ্ভিদ নয় কোনটি?
উ: কচু (কচু বহুবর্ষজীবী উদ্ভিদ)
১৮২. মাশরুম নামে পরিচিত কোনটি?
উ: এগারিকাস
১৮৩. Pteris কে বলা হয়-
উ: সানফার্ন
১৮৪. দ্বিপদ নামকরণের কয়টি অংশ থাকে?
উ: ২ টি
ভূগোল (সাধারণ)
১৮৫. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উ: আয়নো স্তর থেকে
১৮৬. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও।
উ: ধানের খড়
১৮৭. ডিগ্রি শিট (ভূবৈচিত্রসূচক) মানচিত্রের স্কেল কতো?
উ: ১:২৫০০০০
১৮৮. ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখ।
উ: পেরাম্বুর
১৮৯. যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে কী বলে?
উ: হিমরেখা
১৯০. বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখ।
উ: হিমাচল প্রদেশ
১৯১. চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কী বলে?
উ: লোয়েস
১৯২. বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি?
উ: নাইট্রোজেন
১৯৩. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী?
উ: সিয়াচেন
১৯৪. কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত?
উ: সিয়াচেন হিমবাহ
১৯৫. পৃথিবীর গভীরতম ফিয়র্ড এর নাম কী?
উ: নরওয়ের সজনে ফিয়র্ড
১৯৬. একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কতো?
উ: ২.৫ বছর
১৯৭. পৃথিবীর জলনিকাশি ব্যবস্থার কত অংশ এশিয়ায় বিকশিত হয়েছে?
উ: ১/৪ অংশ
১৯৮. বদ্রীনাথ পাহাড়ের নিকট নীলকণ্ঠ শৃঙ্গ কিরূপ ভূমিরূপের উদাহরণ?
উ: পিরামিড চূড়ার উদাহরণ
১৯৯. হিমসিঁড়ির অগ্রবর্তী প্রান্তভাগকে কী বলে?
উ: রাইজার
২০০. বদ্বীপ গঠনের আদর্শ ঢাল এর মান কত?
উ: ০.০৫ ডিগ্রি-১ ডিগ্রি
২০১. এস্কিমো ভাষায় 'নুনাটাক্স' এর বাংলা অর্থ কি?
উ: 'তুষার মুক্ত ভূমি'
২০২. আইরিশ শব্দ 'গাইজার' এর অর্থ কি?
উ: গর্জন করা
২০৩. ব্লো আউট ভারতে কি নামে পরিচিত?
উ: ধান্দ
২০৪. ক্লিফমে ক্ষয়চক্রে গঠিত সমভূমিকে কি নামে অভিহিত করেন?
উ: 'Pan Plane' নামে
২০৫. আচরণগত ভূগোলের প্রধান প্রবক্তা কে?
উ: কেটস্
২০৬. ভূমির উলম্ব কোণ মাপা হয় কোন যন্ত্রে?
উ: অ্যাবনি লেভেল এ
২০৭. কোন অভিক্ষেপে গ্রীনল্যান্ডের সঠিক অবস্থান দেখানো যায়?
উ: অর্থমরফিক অভিক্ষেপে
ইতিহাস ও সাধারণ জ্ঞান
২০৮. ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?
উ: নেপোলিয়নকে
২০৯. "My life" গ্রন্থের লেখক কে?
উ: বিল ক্লিনটন
২১০. "গ্লাস্তনস্ত" ও "পেরেস্ত্রৈকা" নীতির প্রবর্তক কে?
উ: মিখাইল গর্বাচেভ
২১১. "নিউ ফ্রিডম" গ্রন্থটির লেখক কে?
উ: উড্রো উইলসন
২১২. হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী?
উ: গেস্টাপো
২১৩. ১৯১৭ সালের রুশ বিপ্লবের নায়ক কে?
উ: ভ্লাদিমির ইলিচ লেনিন
২১৪. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন কে?
উ: আব্রাহাম লিঙ্কন
২১৫. ভারতীয় উপমহাদেশে হরতালের প্রবর্তক কে?
উ: মহাত্মা গান্ধী
২১৬. মহাত্মা গান্ধীকে "মহাত্মা" উপাধি দেন কে?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর
২১৭. "History of the Second World War" গ্রন্থটির রচয়িতা কে?
উ: উইনস্টন চার্চিল
২১৮. "আক্কেল হো" নামে পরিচিত কে?
উ: হো চি মিন
২১৯. "প্রথম পঞ্চশীলা নীতি" প্রবর্তন করেন কে?
উ: আহমেদ সুকর্ন
২২০. OIC'র প্রথম মহাসচিব কে?
উ: টেংকু আবদুর রহমান
২২১. নেলসন ম্যান্ডেলার ডাক নাম কী?
উ: মাদিবা
২২২. চে গুয়েভেরা পেশায় কী ছিলেন?
উ: চিকিৎসক
২২৩. "A long walk to freedom" গ্রন্থটির রচয়িতা কে?
উ: নেলসন ম্যান্ডেলা
২২৪. অংসান সুচির রাজনৈতিক দল কোনটি?
উ: ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
২২৫. অং সান সুচি শান্তিতে নোবেল পান কবে?
উ: ১৯৯১ সালে
২২৬. জাতিসংঘের প্রস্তাবক কে?
উ: রুজভেল্ট
২২৭. "লৌহমানবী" বলে পরিচিত কে?
উ: মার্গারেট থ্যাচার
২২৮. "পঞ্চবার্ষিকী পরিকল্পনা" নীতির প্রবর্তক কে?
উ: যোশেফ স্ট্যালিন
২২৯. বারাক ওবামা শান্তিতে নোবেল পান কবে?
উ: ২০০৯ সালে
২৩০. সিগমন্ড ফ্রয়েড কে ছিলেন?
উ: মনোবিজ্ঞানী
২৩১. জেনেটিক্সের জনক কে?
উ: মেন্ডেল
২৩২. "এ্যান্থ্রাক্স" রোগের প্রতিষেধক আবিষ্কারক কে?
উ: লুই পাস্তুর
২৩৩. "অরিজিন অব স্পেসিজ" গ্রন্থটি কার?
উ: চার্লস ডারউইন
২৩৪. "ব্ল্যাকহোল" থিওরির প্রবক্তা কে?
উ: স্টিফেন হকিংস
২৩৫. পোলিও টিকার আবিষ্কারক কে?
উ: জোনাস সাল্ক
২৩৬. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের প্রবক্তা কে?
উ: জন স্টুয়ার্ট মিল
২৩৭. "আল মুকাদ্দিমা" গ্রন্থের রচয়িতা কে?
উ: ইবনে খালদুন
২৩৮. "Know thyself" উক্তিটি কার?
উ: সক্রেটিস
২৩৯. ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন?
উ: ১৪৯৮ সালে
২৪০. "I have a dream" ভাষণটি কার?
উ: মার্টিন লুথার কিং
২৪১. রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে?
উ: জাঁ হেনরি ডুনাল্ট
২৪২. "অর্থনীতি সম্পদের বিজ্ঞান" উক্তিটি কার?
উ: অ্যাডাম স্মিথ
২৪৩. "The Prince" গ্রন্থটির রচয়িতা কে?
উ: নিকোলো মাকিয়াভেলি
২৪৪. "লেডি উইথ দ্য ল্যাম্প" কার উপাধি?
উ: ফ্লোরেন্স নাইটিঙ্গেল
২৪৫. "খাজনা" তত্ত্বের প্রবক্তা কে?
উ: ডেভিড রিকার্ডো
২৪৬. "সিটি অব গড" গ্রন্থের লেখক কে?
উ: সেন্ট অগাস্টিন
২৪৭. বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
উ: ইসাবেলা পেরন (আর্জেন্টিনা)
২৪৮. বিশ্বের প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট কে?
উ: মেঘবতী সুকর্নপুত্রী (ইন্দোনেশিয়া)
২৪৯. বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উ: শ্রীমাভো বন্দরনায়েকে (শ্রীলঙ্কা)
২৫০. বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী কে?
উ: বেনজির ভুট্টো (পাকিস্তান)
২৫১. "দ্য লাস্ট সাপার" চিত্রটির চিত্রকর কে?
উ: লিওনার্দো দ্য ভিঞ্চি
২৫২. "Justice delayed is Justice denied" উক্তিটি কার?
উ: গ্ল্যাডস্টোন
২৫৩. বিখ্যাত "সুইসাইড" তত্ত্বটি কার?
উ: এমিল ডুর্খেইম
২৫৪. "গ্লোবাল ভিলেজ" তত্ত্বটির প্রবক্তা কে?
উ: মার্শাল ম্যাকলুহান
২৫৫. "মিশনারিজ অব চ্যারিটি'র প্রতিষ্ঠাতা কে?
উ: মাদার তেরেসা
২৫৬. বিখ্যাত "আসাবিয়া" প্রত্যয়টি কার?
উ: ইবনে খালদুনের
২৫৭. ওয়াটার গেট কেলেঙ্কারীর সাথে জড়িত মার্কিন প্রেসিডেন্ট কে?
উ: রিচার্ড নিক্সন
২৫৮. ভারতে প্রথম রেলপথ প্রস্তাবনা হয় কত সালে?
উ: ১৮৩২ সালে
২৫৯. ভারতীয় রেলের হেড কোয়ার্টার কোথায়?
উ: নিউ দিল্লি
২৬০. ভারতের মোট রেলপথের দৈর্ঘ্য প্রায় কত?
উ: ১,১৫,০০০ কিমি
২৬১. স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে?
উ: জন মাথাই
২৬২. ভারতীয় রেল এশিয়ার মধ্যে বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে চতুর্থ রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা। আগের দেশগুলি হল-
উ: আমেরিকা, চীন ও রাশিয়া
২৬৩. ভারতীয় রেলের "জনক" কে?
উ: লর্ড ডালহৌসি
২৬৪. ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি' তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে?
উ: হিমবাহের সঞ্চয় কার্যের ফলে।
২৬৫. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত?
উ: স্তূপ পর্বত।
২৬৬. কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম?
উ: মরু মাটিতে।
২৬৭. ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক?
উ: গম।
২৬৮. ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশী?
উ: উত্তর ভারতে।
২৬৯. আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে?
উ: পশ্চিমবঙ্গে।
২৭০. ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
উ: পর্যায়ন।
২৭১. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক?
উ: পলিমৃত্তিকা।
২৭২. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উ: আনাইমুদি।
২৭৩. নদী খাতে সৃষ্ট গর্তকে কী বলে?
উ: মন্থকূপ।
২৭৪. ভারতে বিমান পরিবহনের সূচনা হয় কবে?
উ: ১৯১১ সালে, এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত ১০ কিমি গতিপথে।
২৭৫. ভারতের সর্ব বৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কী?
উ: Air India Ltd. যা গঠিত হয় ১৯৫৩ সালে।
২৭৬. ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে ওঠে?
উ: ১৮৩২ সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে।
২৭৭. ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প কোথায় গড়ে ওঠে?
উ: ১৮৫৪ সালে বোম্বাইয়ে, Bombay Spinning and Weaving Co. Ltd এর প্রচেষ্টায়।
২৭৮. Inland Waterways Authority of India কবে গঠিত হয়?
উ: ১৯৮৬ সালের ২৭শে অক্টোবর।
২৭৯. গঙ্গা দূষণ রোধের নতুন প্রকল্প 'নমামী গঙ্গে' কবে অনুমোদিত হয়?
উ: ২০১৫ সালের ১৩ই মে।
২৮০. কোন পরিকল্পনায় ভারতীয় সড়কপথকে চার ভাগে ভাগ করা হয়?
উ: ১৯৪৩ সালে নাগপুর পরিকল্পনায়।
২৮১. ভারতে পরিবার পরিকল্পনার প্রথম স্বেচ্ছাসেবী সংস্থা কোনটি?
উ: Family Planning Association Of India, এর জন্ম- ১৯৪৯ সালে বোম্বাইয়ে।
২৮২. ভারতীয় জনগণনা পদ্ধতিতে 'Dejure' পদ্ধতি কবে গ্রহণ করা হয়?
উ: ১৯৪১ সালের আদমশুমারিতে।
২৮৩. ভারতের আধুনিক আদমশুমারির জনক কে?
উ: ডব্লিউ. ডব্লিউ. হান্টার।
২৮৪. ভারতীয় অর্থনীতিতে উদারনীতির জনক কে?
উ: ডক্টর মনমোহন সিং।
২৮৫. ভারতে National Horticulture Mission চালু হয় কবে?
উ: ২০০৫-০৬ সালে।
২৮৬. ভারতের প্রথম স্পেন্ডেক্স সুতা উৎপাদন কেন্দ্রের নাম কী?
উ: নলধারী।
২৮৭. 'তিন বিঘা করিডর' কোথায় অবস্থিত?
উ: ভারত-বাংলাদেশ সীমান্তে।
২৮৮. ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যের নাম কী?
উ: হিমাচল প্রদেশ।
২৮৯. ভারতের বৃহত্তম নদীদ্বীপ মজুলিকে ইউনেস্কো কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করে?
উ: ২০০৪ সালে।
২৯০. ভারতে কবে যোজনা আয়োগ (Planning Commission) স্থাপিত হয়?
উ: ১৯৫০ সালে।
২৯১. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন কোন বাঁধ গঠিত হয়?
উ: মেতুর, হীরাকুন্দ ও ভাকরা।
২৯২. ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয়?
উ: ১৯৪৮ সালে।
২৯৩. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী?
উ: ডলফিন।
২৯৪. অতি সূক্ষ বা হালকা তুষারকণা কি নামে পরিচিত?
উ: নেভ।
PDF File Download |
---|
PDF Name : Important 300 GK Language : Bengali Size : 01 mb No. of Pages : 08 |