1. কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল?
[A] আকবর
[B] জাহাঙ্গির
[C] শাহজাহান
[D] ঔরঙ্গজেব
2. ভিটামিন সি এর অপর নাম কি?
[A] সাইট্রিক অ্যাসিড
[B] ফলিক অ্যাসিড
[C] অ্যাসকরবিক অ্যাসিড
[D] রাইবোফ্লোবিন
3. সবচেয়ে বেশী ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি?
[A] কামরাঙা
[B] লিচু
[C] পেয়ারা
[D] আমলকী
4. পূর্নবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমান কত?
[A] ১-২ লিটার
[B] ২.৫- ৪ লিটার
[C] ৪.৫-৫ লিটার
[D] ৬-৮ লিটার
5. কোন রোগ প্রতিরোধের জন্য BCG টিকা ব্যবহার করা হয়?
[A] কলেরা
[B] যক্ষা
[C] ধনুষ্ঠংকার
[D] টায়ফয়েড
6. পাস্তুরাইজেসন এর মাধ্যমে জীবানুমুক্ত করা হয়-
[A] খাবার জল কে
[B] অ্যালকোহল কে
[C] স্যালাইন কে
[D] দুধ কে
7. নিচের কোনটি ব্যাক্টেরিয়া জনিত রোগ নয়?
[A] আমাশয়
[B] কলেরা
[C] পোলিও
[D] যক্ষা
8. কিছুক্রি কোন পরজীবের প্রানী?
[A] মুক্তজীবী
[B] অধিষ্ঠান পরজীবী
[C] বহি: পরজীবী
[D] অন্তঃপরজীবী
9. গোঁড়া রোগের জন্য দায়ী কোন জীবানু?
[A] ফাইলেরিয়া
[B] প্লাজমোডিয়াম
[C] অ্যামিবা
[D] সালমোনেলা
10. কোনটি অমেরুদণ্ডী প্রানী?
[A] কেঁচো
[B] বাঘ
[C] বানর
[D] কুমীর
11. রক্তের লোহিত কনিকা তৈরী হয়?
[A] তরুনাস্তিতে
[B] হরিদ্রা অন্তিমজ্জায়
[C] লোহিত অন্তিমজ্জায়
[D] যকৃৎ
12. জালিওয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ১৯১৯ সালের কত তারিখে হয়?
[A] ৬ মার্চ
[B] ৭ মে
[C] ১৩ এপ্রিল
[D] ২২ জুন
13. স্বাভাবিক উষ্ণতায় জল তরল হওয়ার কারন কি?
[A] জলের ঘনত্ব কম
[B] জলের আপেক্ষিক তাপ বেশী
[C] জলের ব্যাতিক্রান্ত প্রসারন
[D] জলের অনুগুলির মধ্যে হাইড্রজেন বন্ধনীর উপস্থিতি
14. মাটিতে নাইট্রোজেন কে আবদ্ধ করে?
[A] থিয়োব্যাসিলাস
[B] অ্যাজাটোব্যাক্টর
[C] ল্যাক্টোব্যাসিলাস
[D] থিও ভিলাস
15. প্রশম দ্রবনে লিটমাসের বর্ন হল-
[A] লাল
[B] হলুদ
[C] বেগুনি
[D] কমলা
16. একটি গৌন অভিযোজিত প্রানী হল-
[A] তিমি
[B] কুমির
[C] উপরের দুটিই
[D] কোনোটিই নয়
17. মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন কে অভিযুক্ত করা হয়েছিল?
[A] ৩৩
[B] ৫০
[C] ১০২
[D] ৬৮
18. কোনটি মিশ্র পদার্থ?
[A] জল
[B] বেঞ্জিন
[C] পেট্রোলিয়াম
[D] সবকটি
19. পেনসিলের শিষ তৈরী হয়-
[A] সীসা ও কার্বন থেকে
[B] কার্বন থেকে
[C] কয়লা থেকে
[D] গ্রাফাইট থেকে
20. জাতাইপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্র টি কোন রাজ্যে অবস্থিত?
[A] গুজরাত
[B] মহারাষ্ট্র
[C] উত্তরপ্রদেশ
[D] কর্নাটক
21. শৈবালের পচনে জল দূষিত হওয়াকে কি বলে?
[A] রেক্টিফায়েড পলিউশন
[B] অ্যালগান ব্লুম
[C] বায়ো পলিউশন
[D] ক্লোরিফায়েড ব্লুম
22. নীচের কোন ধাতুর আকরিক 'অ্যাজুরাইট'?
[A] কপার
[B] জিঙ্ক
[C] টিন
[D] ম্যাগনেশিয়াম
23. 'এলিফ্যান্টিয়াসিস' কিসের কারনে হয়?
[A] মাছি
[B] কিউলেক্স মশা
[C] অ্যানিফিলিস মশা
[D] ভিটামিন D
24. উত্তল লেন্স কিসের প্রতিকারে ব্যবহৃত হয়?
[A] অ্যাসটিডা ম্যাটিজম
[B] হ্রস্ব দৃষ্টি
[C] ক্যাটারাক্ট
[D] দীর্ঘ দৃষ্টি
25. নীচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়?
[A] কলেরা
[B] চিকেন পক্স
[C] হেপাটাইটিস
[D] মিসলস
26. মানবদেহের কোন গ্রন্থি কে 'অ্যাডামস অ্যাপেল'বলে?
[A] অ্যাড্রিনাল
[B] পিট্যুইটারি
[C] থাইরয়েড
[D] থাইমাস