HomequizGK Part -3 | জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge Questions Answers in Bengali GK Part -3 | জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge Questions Answers in Bengali Chiranjit July 02, 2025 General Knowledge Quiz General Knowledge Quiz Test your knowledge with this quick quiz! Start Quiz Time Left: 05:00 ১. সাতপুরা হলঃ (A) স্তুপ পর্বত (B) ভঙ্গিল পর্বত (C) আগ্নেয় পর্বত (D) অবশিষ্ট পর্বত ২. ভারতীয় চলচ্চিত্র জগতে কে 'ট্র্যাজিক রাজা' নামে পরিচিত? (A) রাজ কাপুর (B) দিলীপকুমার (C) ভারতভূষণ (D) অশোককুমার ৩. গুজরাটের প্রধান বন্দর হলঃ (A) পোরবন্দর (B) সুরাট (C) ওখা (D) কান্ডলা ৪. ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? (A) সানাই (B) বাঁশি (C) সেতার (D) তবলা ৫. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলঃ (A) মাউন্ট এভারেস্ট (B) কাঞ্চনজঙ্ঘা (C) K2 (D) নাঙ্গা পর্বত ৬. শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত-নদীতে? (A) কাবেরী (B) গোদাবরী (C) কৃষ্ণা (D) মহানদী ৭. ভারতে চা উপাদনে রাজ্যের স্থান প্রথম? (A) পশ্চিমবঙ্গ (B) অসম (C) কর্নাটক (D) তামিলনাডু ৮. ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে থেকে? (A) বাবাবুদান (B) কেওনঝাড় (C) বাইলাডিলা (D) বোনাই ৯. স্কার্ভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা? (A) ভিটামিন B-12 (B) ভিটামিন K (C) ভিটামিন C (D) ভিটামিন D ১০. 'আধুনিক শিল্প দানব' বলা হয় -শিল্পকে। (A) মোটরগাড়ি নির্মান (B) লৌহ ইস্পাত (C) পেট্রোরাসায়নিক (D) জাহাজ নির্মান ১১. বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলঃ (A) নেফ্রিডিয়া (B) নেফ্রন (C) নিউরোন (D) ম্যালপিজিয়ান নালিকা ১২. কাথিয়াওয়াড় উপদ্বীপ অবস্থিত — রাজ্যে। (A) রাজস্থান (B) মহারাষ্ট্র (C) কেরল (D) গুজরাট ১৩. কোষ চক্রের কোন দশায় DNA-র দ্বিত্বকরণ ঘটে? (A) G1 (B) G2 (C) 'S' দশায় (D) 'M' দশা ১৪. এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? (A) উইলিয়াম জোনস (B) ম্যাক্স মূলার (C) জেমস প্রিন্সেপ (D) রাজেন্দ্রলাল মিত্র ১৫.টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবির দশ হাজার রান পূর্ণ করার সময় তাঁর সঙ্গী ছিলেন? (A) শচীন তেন্ডুলকার (B) ভি.ভি.এস.লক্ষ্মন (C) ওয়াসিম জাফর (D) সৌরভ গাঙ্গুলী ১৬. অপালা, লোপামুদ্রা, গার্গী -এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? (A) বৈদিক যুগে (B) মৌর্য যুগে (C) কুষাণ যুগে (D) গুপ্ত যুগে ১৭. তিব্বতীরা যে দিনটি অভ্যুত্থানের দিন বলে মানেনঃ (A) 10 মার্চ (B) 12 জানুয়ারি (C) 15 আগস্ট (D) 20 মে ১৮.যে বাংলা ব্যান্ড তাদের সঙ্গীতকে বলে শহুরে লোকগীতীঃ (A) চন্দ্রবিন্দু (B) ভূমি (C) ফসিলস (D) লক্ষীছাড়া ১৯.কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান? (A) সমুদ্রগুপ্ত (B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (C) প্রথম কুমারগুপ্ত (D) স্কন্দগুপ্ত ২০.এশিয়াটিক সোসাইটি এবং একটি মৌল হলঃ (A) ইউরেনিয়াম (B) ইনডিয়াম (C) কার্বন (D) ক্লোরিন ২১.'A Writer's People' লিখছেন (A) বিক্রম শেঠ (B) ভি.এস.নয়পল (C) ঝুম্পা লাহিড়ী (D) অরুন্ধতী রায় ২২. যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর কম হয় যে যন্ত্রটিতে সেটি হল: (A) প্রথম শ্রেণীর লিভার (B) দ্বিতীয় শ্রেণীর লিভার (C) তৃতীয় শ্রেণীর লিভার (D) আনত তল ২৩.'গীত গোবিন্দ'রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? (A) ধর্মপাল (B) দেবপাল (C) বল্লাল সেন (D) লক্ষ্মণ সেন ২৪. যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না তা হলঃ (A) APC (B) PSR (C) OMU (D) BDO ২৫.কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? (A) আকবর (B) জাহাঙ্গির (C) শাহজাহান (D) ঔরঙ্গজেব Show Score Go Back Tags quiz Newer Older