GK Quiz Part - 2

General Knowledge Quiz

General Knowledge Quiz

Test your knowledge with this quick quiz!

Time Left: 05:00
০১. কোন গাছের নিঃসরণ থেকে তারপিন তেল তৈরি হয়?
০২. 'হাইগ্রোমিটার'যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?
০৩. কে 'সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি' গঠন করেন?
০৪. গ্যালভানাইজেশন হল লোহার ওপর _______এর প্রলেপ।
০৫. বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়?
০৬. ভারতীয় সংসদে দু'টি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকতে পারে?
০৭. ভারতীয় সংসদে সদস্য পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়সসীমা কত?
০৮. কোন রোগ নিরাময়ে'রেসারপিন' ব্যবহৃত হয়?
০৯. বায়ুমণ্ডলের সর্বাধিক দূরবর্তী স্তরের নাম কী?
১০. কোন রোগের চিকিৎসায় ডায়ালিসিস পদ্ধতি ব্যবহার করা হয়?
১১. কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়?
১২. কোন পাখি পিছন দিকে উড়তে পারে?
১৩. নীল ও হলুদ রঙের সমপরিমাণ মিশ্রণে কোন রঙ তৈরি হয়?
১৪. 'বার' কীসের একক?
১৫. 'জাতীয় ডাক দিবস'কত তারিখে পালিত হয়?
১৬. নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে হাই কোর্ট কত প্রকারের লেখ জারি করতে পারে?
১৭. কোন তারিখকে 'শরৎকালীন বিষুব' বলা হয়?
১৮. ভারতের কোন রাজ্যে দ্বৈত নাগরিকত্ব স্বীকৃত আছে?
১৯. 'গান্ধী আরউইন চুক্তি' কবে স্বাক্ষরিত হয়েছিল?
২০. 'ভারতীয় বিপ্লববাদের জনক' কাকে বলা হয়?
২১. ক 600 টাকা দিয়ে একটি টেবিল তৈরি করে খ-এর কাছে 10% লাভে বিক্রি করল। খ ওই টেবিল গ-এর কাছে 5% লাভে বিক্রি করল। গ কত দামে টেবিলটি কিনেছিল?
২২. কোনো এক দুপুর 12টার সময় রাম ঘণ্টায় 6 কিলোমিটার বেগে যাত্রা করল। দুপুর 1:30 মিনিটে শ্যাম ঘণ্টায় 8 কিলোমিটার বেগে রামকে অনুসরণ করল। শ্যাম কখন রামকে অতিক্রম করবে?
২৩. কোনো ট্রেন দুর্ঘটনায় 10% যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের 5% হাসপাতালে মারা গেল। যদি 1,710 জন বেঁচে যায়,তবে ট্রেনটিতে মোট কত যাত্রী ছিল?
২৪. একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 92.16 হেক্টর। জমিটির পরিসীমা কত মিটার?
২৫. একটি 300 মিটার দৌড় প্রতিযোগিতায় ক, খ-কে 50 মিটারে পরাজিত করে ও খ,গ-কে 12 মিটারে পরাজিত করে। ক, গ-কে কত মিটারে পরাজিত করবে?
Tags
📢Join Now - Our Telegram Group