HomequizGK Quiz Part - 2 GK Quiz Part - 2 Chiranjit June 12, 2025 General Knowledge Quiz General Knowledge Quiz Test your knowledge with this quick quiz! Start Quiz Time Left: 05:00 ০১. কোন গাছের নিঃসরণ থেকে তারপিন তেল তৈরি হয়? (A) জলপাই (B) বার্চ (C) উইলো (D) পাইন ০২. 'হাইগ্রোমিটার'যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? (A) বাতাসের আপেক্ষিক আর্দ্রতা (B) বায়ুর গতিবেগ (C) সমুদ্রে জলের গভীরতা (D) সমুদ্রস্রোতের গতিবেগ ০৩. কে 'সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি' গঠন করেন? (A) রাজা রামমোহন রায় (B) দয়ানন্দ সরস্বতী (C) গোপাল কৃষ্ণ গোখলে (D) মহাত্মা গান্ধী ০৪. গ্যালভানাইজেশন হল লোহার ওপর _______এর প্রলেপ। (A) দস্তা (B) তামা (C) সীসা (D) অ্যালুমিনিয়াম ০৫. বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? (A) ট্রপোস্ফিয়ার (B) মেসোস্ফিয়ার (C) স্ট্র্যাটোস্ফিয়ার (D) ওজোনোস্ফিয়ার ০৬. ভারতীয় সংসদে দু'টি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকতে পারে? (A) 4 মাস (B) 5 মাস (C) 6 মাস (D) 7 মাস ০৭. ভারতীয় সংসদে সদস্য পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়সসীমা কত? (A) 18 বছর (B) 21 বছর (C) 25 বছর (D) 30 বছর ০৮. কোন রোগ নিরাময়ে'রেসারপিন' ব্যবহৃত হয়? (A) উচ্চরক্তচাপ নিরাময় (B) পৌষ্টিকতন্ত্রে উৎসেচকের নিয়ন্ত্রণ (C) হৃদযন্ত্রের সমস্যা সমাধান (D) স্মৃতিভ্রংশ ০৯. বায়ুমণ্ডলের সর্বাধিক দূরবর্তী স্তরের নাম কী? (A) মেসোস্ফিয়ার (B) আয়নোস্ফিয়ার (C) ওজোনোস্ফিয়ার (D) এক্সোস্ফিয়ার ১০. কোন রোগের চিকিৎসায় ডায়ালিসিস পদ্ধতি ব্যবহার করা হয়? (A) হৃদপিণ্ডের রোগে (B) কিডনি সংক্রান্ত রোগে (C) স্নায়ুতন্ত্রের রোগে (D) হাড়ের সমস্যায় ১১. কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়? (A) সিসমোগ্রাফ (B) পলিগ্রাফ (C) হাইড্রোগ্রাফ (D) থার্মোগ্রাফ ১২. কোন পাখি পিছন দিকে উড়তে পারে? (A) চিল (B) গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড (C) হর্নবিল (D) হামingbird ১৩. নীল ও হলুদ রঙের সমপরিমাণ মিশ্রণে কোন রঙ তৈরি হয়? (A) লাল (B) কালো (C) সবুজ (D) বেগুনী ১৪. 'বার' কীসের একক? (A) বায়ুমণ্ডলীয় চাপ (B) তাপমাত্রা (C) বল (D) কার্য ১৫. 'জাতীয় ডাক দিবস'কত তারিখে পালিত হয়? (A) 16 নভেম্বর (B) 7 আগস্ট (C) 24 মার্চ (D) 10 অক্টোবর ১৬. নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে হাই কোর্ট কত প্রকারের লেখ জারি করতে পারে? (A) তিন (B) পাঁচ (C) ছয় (D) চার ১৭. কোন তারিখকে 'শরৎকালীন বিষুব' বলা হয়? (A) 21 মার্চ (B) 21 জুন (C) 22 ডিসেম্বর (D) 23 সেপ্টেম্বর ১৮. ভারতের কোন রাজ্যে দ্বৈত নাগরিকত্ব স্বীকৃত আছে? (A) জম্মু ও কাশ্মীর (B) অসম (C) দিল্লি (D) মহারাষ্ট্র ১৯. 'গান্ধী আরউইন চুক্তি' কবে স্বাক্ষরিত হয়েছিল? (A) 5 মার্চ, 1931 (B) 5 মার্চ, 1932 (C) 10 মার্চ, 1931 (D) 9 মার্চ, 1930 ২০. 'ভারতীয় বিপ্লববাদের জনক' কাকে বলা হয়? (A) বাসুদেব বলবন্ত ফাড়কে (B) বালকৃষ্ণ চাপেকার (C) দামোদর চাপেকর (D) দামোদর সাভারকার ২১. ক 600 টাকা দিয়ে একটি টেবিল তৈরি করে খ-এর কাছে 10% লাভে বিক্রি করল। খ ওই টেবিল গ-এর কাছে 5% লাভে বিক্রি করল। গ কত দামে টেবিলটি কিনেছিল? (A) 693 (B) 695 (C) 697 (D) 700 ২২. কোনো এক দুপুর 12টার সময় রাম ঘণ্টায় 6 কিলোমিটার বেগে যাত্রা করল। দুপুর 1:30 মিনিটে শ্যাম ঘণ্টায় 8 কিলোমিটার বেগে রামকে অনুসরণ করল। শ্যাম কখন রামকে অতিক্রম করবে? (A) 7.5 ঘণ্টা (B) 9 ঘণ্টা (C) 4.5 ঘণ্টা (D) 3 ঘণ্টা ২৩. কোনো ট্রেন দুর্ঘটনায় 10% যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের 5% হাসপাতালে মারা গেল। যদি 1,710 জন বেঁচে যায়,তবে ট্রেনটিতে মোট কত যাত্রী ছিল? (A) 3,000 (B) 2,000 (C) 2,500 (D) 4,000 ২৪. একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 92.16 হেক্টর। জমিটির পরিসীমা কত মিটার? (A) 4,900 (B) 3,120 (C) 3,840 (D) 5,340 ২৫. একটি 300 মিটার দৌড় প্রতিযোগিতায় ক, খ-কে 50 মিটারে পরাজিত করে ও খ,গ-কে 12 মিটারে পরাজিত করে। ক, গ-কে কত মিটারে পরাজিত করবে? (A) 60 (B) 70 (C) 80 (D) 90 Show Score Go Back Tags quiz Newer Older