HomequizQuiz Quiz Chiranjit June 11, 2025 General Knowledge Quiz General Knowledge Quiz Test your knowledge with this quick quiz! Start Quiz Time Left: 05:00 ০১. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ? আমেদাবাদকে দেরাদুনকে কোচিনকে সুরাটকে ০২. কোলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি ? হলদিয়া চেন্নাই কোলাঘাট কোচিন ০৩. নিম্নের কোনটি পৃথিবীর নিরব শহর নামে পরিচিত ? রোম প্যারিস ওয়াশিংটন লন্ডন ০৪. সূর্যসিদ্ধান্ত গ্ৰন্থটি কে রচনা করেন ? আর্যভট্ট হর্ষবর্ধন বানভট্ট মহেন্দ্র বর্মণ ০৫. কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত ? কপিল দেব রাহুল দ্রাবিড় কে এল রাহুল ভিভিএস লক্ষণ ০৬. কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় ? নিউজিল্যান্ডের মহিলারা অষ্ট্রেলিয়ার মহিলা ফ্রান্সের মহিলা ভারতের মহিলা ০৭. আব্রাহাম লিংকন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন ? মার্কিন যুক্তরাষ্ট্রের জাপানের ব্রাজিলের আর্জেন্টিনার ০৮. আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায় - ১৯৪৫ সালে ১৯৩৯ সালে ১৯৪২ সালে ১৯৪৬ সালে ০৯. প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় - ৭৭৬ খ্রিষ্টপূর্বে ৭৭৬ খ্রিষ্টাব্দে ৯০০ খ্রিষ্টাব্দে ৯০০ খ্রিষ্টপূর্বে ১০. আয়তনে পৃথিবীর সবচেয়ে বড়ো হ্রদ কোনটি ? কাস্পিয়ান সাগর বৈকাল সম্বর ভেম্বনাদ ১১. দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি ? আন্দিজ হimalay আলপ্স ভঙ্গিল ১২. জৈনদের ২৩তম তীর্থংকর কে ? পার্শ্বনাথ মহাবীর ঋষভনাথ মহেন্দ্রনাথ ১৩. গ্ৰিসের রাজধানীর নাম কি ? এথেন্স ব্যাঙ্কক বেজিং ওসলো ১৪. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ? বনফুল মৌমাছি বীরবল সত্যপীর ১৫. আরব সাগরের রানী বলা হয় কাকে ? কোচিনকে ভূপালকে সুরাটকে কচ্ছকে ১৬. চিনাবাদাম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে - গুজরাট উত্তর প্রদেশ মিজোরাম পাঞ্জাব ১৭. কাবুলিওয়ালা ছোটগল্পটি কে রচনা করেছেন ? রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় সতীনাথ ভাদুড়ী আশাপূর্ণা দেবী ১৮. ম্যাডোনা ছবিটি এঁকেছেন - রাফায়েল মাইকেল এঞ্জেলো পাবালো পিকাসো লিওনার্দো দ্য ভিঞ্চি ১৯. রিকেট রোগটি হয় - ভিটামিন ডি এর অভাবে ভিটামিন এ এর অভাবে ভিটামিন সি এর অভাবে ভিটামিন কে এর অভাবে ২০. নালন্দা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত ? পাটনায় রাঁচিতে বিজাপুরে যোধপুরে ২১. ইন্ডিকা গ্ৰন্থটি রচনা করেছেন - মেগাস্থিনিস ফা হিয়েন অশ্বঘোষ কলহন ২২. হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন - রাষ্ট্রপতি রাজ্যপাল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ২৩. পাঞ্জাব কেশরী নামে পরিচিত হল - লালা লাজপৎ রায় লালা হরদয়াল বিপিনচন্দ্র পাল যতীন দাস ২৪. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে - দোয়াব কয়ার বদ্বীপ মগ্নচড়া ২৫. তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত হল - সাতপুরা পর্বত আরাবল্লী পর্বত বিন্ধ্য পর্বত স্তূপ পর্বত Show Score Go Back Tags quiz Newer Older