গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড: সুপারভাইজর ও ডিজাইন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

 

গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড: সুপারভাইজর ও ডিজাইন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড 'সুপারভাইজর/ মেকানিক্যাল', 'সুপারভাইজর / ইলেক্ট্রিক্যাল', 'সুপারভাইজর।/এইচ.আর. অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন', ডিজাইন অ্যাসিস্ট্যান্ট'সুপারভাইজর/ মেটেরিয়াল' 'সুপারভাইজর/সেফটি' পদে১৭ জন লোক নিচ্ছে। 

কারা কোন পদের জন্য যোগ্য:

সুপারভাইজর(S1)/মেকানিক্যাল: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা আবেদনের যোগ্য। কোনো নামী সংস্থায় শিপবিল্ডিং সম্পর্কীত কার্যকলাপে অভিজ্ঞতা/জ্ঞান/এক্সপোজার থাকলে অগ্রাধিকার পাবেন। শূন্যপদ: ৩টি (ই.ডব্রু.এস. ১, জেনাঃ ১, তঃজাঃ ১)।

 সুপারভাইজর(S1)/ইলেক্ট্রিক্যাল: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা আবেদনের যোগ্য।।কোনো নামী সংস্থায় শিপবিল্ডিং সম্পর্কীত কার্যকলাপেঅভিজ্ঞতা/জ্ঞান/এক্সপোজার থাকলে অগ্রাধিকার পাবেন।শূন্যপদ: ১টি (ও.বি.সি.)।

সুপারভাইজর (S1)/সিভিল: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা আবেদনের যোগ্য। সিভিলের কাজে দক্ষতাথাকতে হবে। শূন্যপদ: ২টি (ও.বি.সি. ১, তঃজাঃ ১)।

সুপারভাইজর (S1)/এইচ.আর. অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন: যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে, এইচ.আর.ডি., আই.আর. লেবার ওয়েলফেয়ার, লেবার ল'র ডিপ্লোমা বা, পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশ হলে ভালো হয়। কম্পিউটারে এম.এস. ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে জ্ঞান ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। শূন্যপদ: ২টি (জেনাঃ)।

ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (S1)/ মেকানিক্যাল: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য। শিপবিল্ডিং বা, রিপেয়ারে বি.এসসি, কোর্স পাশরাও যোগ্য। অটোক্যাড, অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে।। শূন্যপদ: ৫টি (জেনাঃ ১, ও.বি.সি. ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ই.ব্রু.এস. ১)।

ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (S1)/ইলেক্ট্রিক্যাল:  ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা আবেদনের যোগ্য। অটোক্যাড, অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে।। শূন্যপদ: ২টি (জেনাঃ ১, তঃজাঃ ১)।

ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (S1) সিভিল: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা আবেদনের যোগ্য। শিপবিল্ডিং বা, রিপেয়ারের বি.এসসি. কোর্স পাশরাও যোগ্য। অটোক্যাড, অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। শূন্যপদ: ২টি (জেনাঃ ১, ও.বি.সি. ১)।

ওপরের সব পদের বেলায় শিক্ষাগত যোগ্যতায় অন্তত ৬০% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স গুণতে হবে   : ১-৬-২০১২'র হিসাবে ২৮ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.'রা ৩ বছর আর প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে: ৯,৯০০-২৩,৩০০ টাকা।

প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে কলকাতায়, জুন-জুলাইয়ে।

এই পদের বিজ্ঞপ্তি নং: 2025 / 04 (S).

দরখাস্ত করবেন অনলাইনে, ১২ জুনের মধ্যে। এই ওয়েবসাইটে: www.grese.in তখন পরীক্ষা ফী

বাবদ ৪৭২ টাকা অনলাইনে দিতে হবে। তপশিলী ও প্রতিবন্ধীদের ফী লাগবে না। অনলাইনে দরখাস্ত

করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। এবার ওই দরখাস্ত ডাকে পাঠাতে

হবে ১৮ জুনের মধ্যে। এই ঠিকানায়: Post Box No. 3076, Lodhi Road, New Delhi-110003.

📢Join Now - Our Telegram Group