জেনারেল নলেজ MCQ প্রশ্ন উত্তর PDF: সেরা 36 টি প্রশ্নোত্তর



জেনারেল নলেজ MCQ প্রশ্ন উত্তর PDF: সেরা 36 টি প্রশ্নোত্তর

আজকের পোস্টে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ MCQ প্রশ্ন উত্তর PDF এই পিডিএফটিতে 36 টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তর (General Knowledge MCQ with Answers) রয়েছে, যা আপনাদের যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার (Competitive Exam Preparation) জন্য অপরিহার্য। পশ্চিমবঙ্গ পুলিশ, রেলওয়ে গ্রুপ ডি, পিএসসি ক্লার্কশিপ, এসএসসি এমটিএস এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির (Government Job Exam Study Material) জন্য এই প্রশ্নোত্তরগুলি অত্যন্ত সহায়ক হবে। বিনামূল্যে এই জিকে পিডিএফটি ডাউনলোড করুন এবং আপনার জ্ঞান বৃদ্ধি করুন। সেরা জিকে প্রশ্ন উত্তর, জিকে কুইজ, এবং কারেন্ট অ্যাফেয়ার্স (GK Quiz, Current Affairs) পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।

1. সৌরজগতের মোট গ্রহ কয়টি - ৪টি।

2. সৌরজগতে প্রথান জ্যোতিষ্ক কি - সূর্য।

3.. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি - বৃহস্পতি।

4. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি - বুধ।

5. সূর্যের নিকটতম ও দূরতম গ্রহ কি কি - নিকটতম - বুধ, দূরতম - নেপচুন।

6. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি - শুক্র।

7. পৃথিবীর গড় পরিধি কত - 40,000 কি.মি.। বিষুবরেখা বরাবর 40,077, মেরুদেশ বরাবর 40,009

৪. পৃথিবীর আকৃতি কিরূপ - প্রায় অভিগত গোলক।

19. পৃথিবীর মোটআয়তন-51 কোটি 54 লক্ষ ব.মি.।

10. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত - 12757 কি.মি.।

11. পৃথিবীর মেরু ব্যাস কত - 12714 কি.মি.।

12. পৃথিবীর মেরুদেশীয় ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কত - 43 কি.মি.।

13. পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত - 14 কোটি 95 লক্ষ কি.মি. বা 9 কোটি 30 লক্ষ মাইল।

14. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত-3 লক্ষ 84 হাজার 400 কি.মি.।

15. মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায় – উজ্জ্বল গোল থালার মত।

16. পৃথিবীকে একবার পরিক্রমন করতে চাঁদের কত সময় লাগে 27% দিন।

17. পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন ও কত - গ্রীক পন্ডিত এরাটসথেনিস, '46250 কি.মি.

18. পৃথিবীর প্রকৃত আকৃতি কিরূপ - পৃথিবীর আকৃতি পৃথিবীর মত বা জিওয়েড।

19. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত কিমি - 6400 কি.মি.।

20. উত্তর গোলার্ধে কোন স্থানে ধ্রুবতারার উন্নতি 90°- সুমেরু বিন্দু।

21. পৃথিবীর ওজন কত - 5988 x 1018  টন/5976 x 1018 মেট্রিকটন।

22.প্রতিটি গ্রহের কয়টি উপগ্রহ - পৃথিবীর - 1টি, মঙ্গলের - ২টি, বৃহস্পতির 12টি, শনির 10টি, ইউরেনাসের - ১টি, নেপচুনের - ২টি।

23. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি - বুধ।

24. পৃথিবীর উচ্চতম স্থানের নাম কি - মাউন্ট এভারেস্ট (উচ্চতা 8848 মিটার)।

25. পৃথিবীর নিম্নতম স্থানের নাম কি মারিয়ানা খাত (গভীরতা 11033 মিটার)।

26. ধ্রুবতারাকে রাত্রি বেলায় সুমেরু বিন্দুতে মাথার উপর 90° কোনে, কর্কটক্রান্তি রেখার উপর 23° কোনে এবং নিরক্ষরেখার উপর ০° কোনে দেখা যায়।

27. কোন বিজ্ঞানী কত সালে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ঘনত্বের উপর ভিত্তি করে পৃথিবীর ওপরের হিসাব করেছিলেন - 1797 খ্রীঃ ইংরেজ বিজ্ঞানী

হেনরী, ক্যাভেনডিস।

28. অন্তঃস্থ গ্রহ ও বহিঃস্থ গ্রহ কাকে বলে বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল অন্তঃস্থ গ্রহ এবং বৃহস্পতি, শনি, ইউরেনাসও নেপচুন বহিঃস্থ গ্রহ।

29. পৃথিবীর কক্ষপথের আকৃতি কিরূপ- উপবৃত্তাকার।

30. সূর্য পৃথিবী থেকে কত বড় 13 লক্ষ গুনী বড়।

31. নতুন আবিষ্কৃত গ্রহের নাম কি - ভলক্যান।

32. রাক্ষুসে গ্রহ কাকে বলে - বৃহস্পতি, নেপচুন, ইউরেনাস, শনি - পৃথিবী থেকে বড় তাই এদের রাক্ষুসে গ্রহ বলে।

33. কাকে গ্রহরাজ বলে বৃহস্পতিকে (গ্রহদের মধ্যে সবচেয়ে বড় বলে)।

34. চাঁদের পিঠে অবতরণকারী প্রথম মহাকাশচারীর নাম কি - নীল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন

35. প্রথম মহিলা মহাকাশচারীর নাম - ভ্যালেন্তিনা তেরেস্কোভা

36. প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম - রাকেশ শর্মা।


Click Here to download Pdf File

File Details:

PDF Name : 36 General Knowledge Questions Answers

Language : Bengali

Size : 01 mb

No. of Pages : 01

Download Link : Click Here To Download

 

📢Join Now - Our Telegram Group